আজকাল ওয়েবডেস্ক:‌ এডিলেডে একী কাণ্ড। এশিয়া কাপের সময় থেকেই চলে আসছে হ্যান্ডশেক বিতর্ক। এশিয়া কাপে পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি ভারতীয় ক্রিকেটাররা। এবার অস্ট্রেলিয়ায় এক পাক ভক্তের সঙ্গে হাত মেলাতে দেখা গেল ভারত অধিনায়ক শুভমান গিলকে। তবে করমর্দনের আগে গিল জানতেন না, ওই ভক্ত পাকিস্তানি। পরে জানতে পেরে দ্রুত ওই ব্যক্তির থেকে দূরে সরে যান নতুন ওয়ানডে ক্যাপ্টেন।


এশিয়া কাপে ভারত–পাকিস্তান ম্যাচের করমর্দন বিতর্ক নিয়ে রীতিমতো তোলপাড় হয় ক্রিকেট মহল। পুরুষদের এশিয়া কাপে তিন–তিনবার ভারত–পাকিস্তান লড়াই হয়েছিল। এবং তিনবারই জিতেছে ভারত। এই ম‌্যাচগুলিতে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব এবং ভারতীয় দলের ক্রিকেটাররা পাক ক্রিকেটারদের সঙ্গে করমর্দন করেননি। কলম্বোয় মহিলা ওয়ানডে বিশ্বকাপের ম্যাচেও একই ঘটনা ঘটেছে। টসের সময় পাক অধিনায়ক ফতিমা সানার সঙ্গে হাত মেলাননি ভারত অধিনায়ক হরমনপ্রীত কউর।


অপারেশন সিঁদুরের পর থেকে পাকিস্তানিদের সঙ্গে ‘নো হ্যান্ডশেক’ নীতিতে চলছে ভারতীয় ক্রিকেট। সেই বিষয়টির সমালোচনা ধেয়ে এসেছে ক্রিকেটমহল থেকে। তবে বুধবার এডিলেডের পথে যে ঘটনা ঘটেছে, সেটা খানিকটা উদ্দেশ্যপ্রণোদিত। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, এডিলেডের পথে হাঁটছেন গিল। সঙ্গে ভারতীয় দলের বেশ কয়েকজন সদস্যও ছিলেন। সেসময়ে এক ব্যক্তি এসে গিলের সঙ্গে হাত মেলান। কিন্তু করমর্দন শেষ হতেই ওই ব্যক্তি পাকিস্তান জিন্দাবাদ বলে চেঁচিয়ে ওঠেন।


কিছু না বললেও গিলের মুখ গম্ভীর হয়ে যায়। দ্রুত এগিয়ে চলে যান তিনি। ঘটনার ভিডিও ভাইরাল হতেই পাক ভক্তের আচরণকে তুলোধোনা করেছেন নেটিজেনরা। উল্লেখ্য, অস্ট্রেলিয়ায় নেমে পাক ভক্তদের সঙ্গে সৌজন্য বিনিময় করতে দেখা গিয়েছিল বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে। অজিভূমে এক পাক ভক্তের আনা জার্সিতে সই করেন ভারতীয় ক্রিকেটের দুই মহাতারকা। কিন্তু এবার অপ্রীতিকর ঘটনার সাক্ষী হতে হল গিলকে।


অন্যদিকে, গোটা দলকে নিয়ে পছন্দের রেস্তরাঁয় খেতে যান বিরাট কোহলি ও রোহিত শর্মা। দীপাবলি উদ্‌যাপন করলেন তাঁরা। দলের সকল ক্রিকেটার থাকলেও প্রধান কোচ গৌতম গম্ভীর ও সহকারী কোচদের সেখানে দেখা যায়নি। জানা গেছে, বুধবার সন্ধেয় অনুশীলন শেষে এডিলেডের এক রেস্তরাঁয় গিয়েছিলেন ভারতীয় ক্রিকেটাররা। একটি বাসে করেই সেখানে পৌঁছোন সকলে। বোঝা যাচ্ছিল, রোহিত ও কোহলির নেতৃত্বেই তাঁরা সেখানে গিয়েছেন। কারণ, এই দলের অনেকেরই এটি প্রথম অস্ট্রেলিয়া সফর। রোহিত, কোহলি সেখানে অনেক বার গিয়েছেন। এর আগেও সেই রেস্তরাঁয় গিয়েছেন তাঁরা। কোহলির পরনে ছিল কালো শার্ট, ধূসর ট্রাউজার ও সেই রঙেরই টুপি। রোহিত পরেছিলেন কালো টি–শার্ট ও নীল জিন্‌স। শুভমান ও শ্রেয়সের গায়ে ছিল রঙিন শার্ট। রেস্তরাঁর মালিকও ভারতীয়। নাম সুমন বিসান্থিম। তিনি নিজে সকলকে স্বাগত জানান।