আজকাল ওয়েবডেস্ক: লর্ডস টেস্টে বল বিতর্ক ক্রমশ জোরাল হচ্ছে। ডিউকস বল নিয়ে সমালোচনা তুঙ্গে। লর্ডস টেস্ট শুরুর আগেই এই নিয়ে সোচ্চার হন ঋষভ পন্থ। অনেকেই মুখ খুলেছেন। এবার এই প্রসঙ্গে মন্তব্য করলেন ডিউকস বলের মালিক দিলীপ জাজোদিয়া। তারকা ক্রিকেটারদের আরও ধৈর্য ধরার জন্য অনুরোধ করলেন। বিতর্কিত বিষয়ে খোলামেলা মানসিকতা রাখার পরামর্শ দেন। তৃতীয় টেস্ট চলাকালীন মাঠের ধারে দাঁড়িয়ে জাজোদিয়া জানান, আঠারো শতক থেকে তাঁর কোম্পানি এই বল তৈরি করছে। তবে বলের মান আরও উন্নত করার জন্য তাঁরা তৈরি। ব্রিটেনে আজকাল গরম বেড়েছে। তারওপর ব্যাটাররা ভারী ব্যাট ব্যবহার করে। যার প্রভাব বলের ওপর পড়ছে। দ্বিতীয় দিন প্রথম সেশনে দু'বার বল বদল করতে হয়। ১০ ওভার পরই বল বদলাতে হয়। কয়েক মিনিটের মধ্যে বল পরিবর্তন করতে হওয়ায় চূড়ান্ত অসন্তুষ্ট হয় ভারতীয় প্লেয়াররা। 

ডিউকস বল বিতর্ক প্রসঙ্গে জাজোদিয়া বলেন, 'বিশ্ব ক্রিকেটে তিনটে স্বীকৃত প্রস্তুতকারক। ক্রিকেট বল তৈরি করা সহজ নয়। এটা সহজ হলে বিশ্বে হাজার হাজার প্রস্তুতকারক সংস্থা হত। তাই প্লেয়ারদের ভাবা উচিত যে আমরা হাত গুটিয়ে বসে নেই। আমরা আপ্রাণ চেষ্টা করছি। কোনও সমস্যা হলে, সেটা রিভিউ করা হবে। আমরা জানার চেষ্টা করব, কোথায় সমস্যা রয়েছে। চামড়ায় সমস্যা না অন্য কোনও সমস্যা সেটা খতিয়ে দেখা হবে। আমি সিগার হাতে পা তুলে বসে নেই। প্লেয়াররা আমার বলের সমালোচনা করতেই পারে। আমি কি ওদের খারাপ শট খেলার জন্য বা খারাপ বল করার জন্য সমালোচনা করতে পারি? আপনারা জানেন আমি কী বলতে চাইছি। তাই ভেবে চিন্তে কথা বলতে হবে।' 

টেস্ট ম্যাচ শুরুর আগে বল নরম হয়ে যাওয়ার এবং শেপ নষ্ট হয়ে যাওয়ার অভিযোগ জানান শুভমন গিল এবং ঋষভ পন্থ। ইংল্যান্ডের প্রাক্তন পেসার স্টুয়ার্ট ব্রডও বলের সমালোচনা করেন। এই প্রসঙ্গে জাজোদিয়া বলেন, 'সুপারস্টাররা‌ তর্ক করতেই পারে। ওরাই আসল। ওরা যা চায় আমাকে সেটাই দিতে হবে। সমালোচনা করা খুবই সহজ। তবে তার আগে সকলের সতর্ক থাকা উচিত। শুধু আমার বলের সমালোচনা করা হচ্ছে না। আমার সঙ্গে অনেকে যুক্ত আছে। অনেকের চাকরি প্রশ্নের মুখে পড়তে পারে। তাই আমাদের সতর্ক থাকতে হবে।' তবে ডিউকস বল কেন এত তাড়াতাড়ি আকৃতি হারাচ্ছে? কারণ হিসেবে আবহাওয়া এবং ব্যাটকে দেখান প্রস্তুতকরণ সংস্থার মালিক। জাজোদিয়া বলেন, 'আবহাওয়া বড় ফ্যাক্টর। প্লেয়িং কন্ডিশনও। ক্রিকেটের ধরন, ব্যাটের ধরন সব বদলে গিয়েছে। এখন প্রায় সকলেই ভারী ব্যাট ব্যবহার করে। বাউন্ডারির বাইরে শক্ত জায়গায় বারবার বল লাগছে।৮০ ওভারে এক বলে খেলা মিরাকেল।' এই বিষয়ে ইসিবির সঙ্গে কোনও কথা বলেননি জাজোদিয়া। ভারতে এসজি টেস্ট বল ব্যবহৃত হয়। ঘরোয়া এবং আন্তর্জাতিক পর্যায়। জাজোদিয়া মনে করেন, বলে আরও বিকল্প থাকা উচিত। এদিকে লর্ডস টেস্টের তৃতীয় দিন কেএল রাহুল এবং ঋষভ পন্থের ওপর নির্ভর করছে টিম ইন্ডিয়ার ভাগ্য। প্রথম ইনিংসে ইংল্যান্ডের রানের ধারেকাছে যাওয়ায় জন্য এরাই ভরসা।