আজকাল ওয়েবডেস্ক: সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার বিরদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে ফিল্ডিং করার সময় ভয়াবহ চোট পেলেও বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছেন শ্রেয়স আইয়ার। মঙ্গলবার ভারত ও অস্ট্রেলিয়ার প্রথম টি-টোয়েন্টি ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে এই খবর জানান ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব।

সূর্য জানান, আইয়ারের অবস্থা এখন অনেকটাই ভাল এবং তিনি বর্তমানে বিপদমুক্ত। বর্তমানে শ্রেয়স সিডনির এক হাসপাতালে ভর্তি আছেন এবং চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন। তাঁকে আইসিইউ থেকেও বেরি করে আনা হয়েছে। ঘটনাটি ঘটেছিল অস্ট্রেলিয়ার ইনিংস চলাকালীন যখন অ্যালেক্স ক্যারির ক্যাচ নিতে গিয়ে শ্রেয়স আইয়ার পিছনে দৌড়ে এক চমৎকার ক্যাচ ধরেন।

কিন্তু তার পরই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। ধরা পড়ে দেখা যায়, পড়ে যাওয়ার সময় তাঁর পাঁজরের পাশে আঘাত লেগেছে। দলের ফিজিও ও চিকিৎসকরা দ্রুত মাঠে ছুটে যান এবং তাঁকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যান।

পরে জানা যায়, তাঁর প্লীহাতে (spleen) গুরুতর চোট লেগেছে, যার কারণে তৎক্ষণাৎ তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। অধিনায়ক সূর্যকুমার যাদব বলেন, ‘প্রথম দিন যখন খবর পাই যে শ্রেয়স হাসপাতালে ভর্তি হয়েছে, আমি সঙ্গে সঙ্গে ফোন করি। তখন জানতে পারি, ওর ফোনটা কাছে নেই। তাই দলের ফিজিওর সঙ্গে যোগাযোগ করি, তিনি জানান যে শ্রেয়স স্থিতিশীল। প্রথম দিন কিছু নিশ্চিত বলা যায় না, কিন্তু গত দু’দিন ধরে আমি ওর সঙ্গে যোগাযোগ রাখছি। ও এখন ফোনে উত্তর দিচ্ছে, ও ভাল আছে, স্থিতিশীল আছে। ডাক্তাররাও ওর পাশে আছেন, তবে আগামী কয়েকদিন তাঁকে নজরদারিতে রাখা হবে।’

সূর্য আরও বলেন, ‘শ্রেয়স এখন অনেকটাই সুস্থতার পথে। আমরা সবাই ওর দ্রুত আরোগ্য কামনা করছি। ওর মতো একজন খেলোয়াড়ের মাঠে না থাকা বড় ক্ষতি’। শনিবার তৃতীয় একদিনের ম্যাচ চলাকালীন সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ফিল্ডিং করার সময় বুকের বাঁ পাঁজরে চোট পান শ্রেয়স।

তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অস্ট্রেলিয়ার ইনিংসের ৩৩ ওভারে এই ঘটনা ঘটে। হর্ষিত রানার বলে থার্ড ম্যানে ক্যাচ দেন অ্যালেক্স ক্যারি। ব্যাকওয়ার্ড পয়েন্ট থেকে ছুটে এসে ক্যাচ ধরেন শ্রেয়স। ভারত গুরুত্বপূর্ণ উইকেট পেলেও, চোট পান তারকা ক্রিকেটার। বাঁ দিকের বুক ধরে মাটিতে শুয়ে পড়েন শ্রেয়স।

তারপর সতীর্থ এবং ফিজিও কমলেশ জৈনের সাহায্যে মাঠ ছাড়েন। সংবাদসংস্থা পিটিআইয়ের একটি রিপোর্টে বলা হয়, ‘আইয়ার ড্রেসিংরুমে অজ্ঞান হয়ে যায়। শরীরের অত্যাবশ্যকীয় লক্ষণগুলো স্বাভাবিকের থেকে কমে যায়।

তারপরই তড়িঘড়ি শ্রেয়সকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ড্রেসিংরুমে ফেরার পর অসুস্থ বোধ করায়, দ্রুত ব্যবস্থা নেয় বোর্ড। দলের ডাক্তার এবং ফিজিও কোনও ঝুঁকি নেয়নি। সঙ্গে সঙ্গেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে অবস্থা স্থিতিশীল। তবে পরিস্থিতি মারাত্মক হতে পারত। আশা করা যাচ্ছে, ও দ্রুত সুস্থ হয়ে উঠবে।’