আজকাল ওয়েবডেস্ক: প্রাণঘাতী চোটের পর প্রথমবার মুখ খুললেন শ্রেয়স আইয়ার। বৃহস্পতিবার ফ্যানদের জন্য একটি হৃদয়বিদারক বার্তা পোস্ট করেন তারকা ক্রিকেটার। সোশ্যাল মিডিয়ায় একটি বার্তা পোস্ট করেন ভারতের সহ অধিনায়ক। সেখানে তাঁর এই কঠিন সময় পাশে থাকার জন্য ভক্তদের ধন্যবাদ জানান। শ্রেয়স লেখেন, 'আমি ক্রমশ সুস্থ হচ্ছি। রিকভারি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি। প্রত্যেক দিন আমি আরও বেশি সুস্থ অনুভব করছি। আপনাদের শুভকামনার জন্য আমি কৃতজ্ঞ। সকলের এত সমর্থন পেয়ে ভাল লাগছে। আমাকে আপনাদের ভাবনায় রাখার জন্য ধন্যবাদ।' এই পোস্ট শ্রেয়সের ফ্যানদের স্বস্তি দেবে। গত কয়েকদিন ধরে তারকা ক্রিকেটারের জন্য প্রার্থনা করেছে ক্রিকেট ভক্তরা। গুরুতর চোটের পর শ্রেয়সের প্রথম বার্তা পেয়ে অনেকটাই আশ্বস্ত হবে ক্রিকেটপ্রেমীরা।
তৃতীয় একদিনের ম্যাচে চোট পাওয়ায় পর সিডনি হাসপাতালের আইসিইউতে ছিলেন শ্রেয়স। চোটের জায়গা থেকে রক্তক্ষরণ হয়। যা একসময় প্রাণঘাতী মনে হয়েছিল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে ক্যাচ নিতে গিয়ে চোট পান শ্রেয়স। হর্ষিত রানার বলে অ্যালেক্স ক্যারির ক্যাচ ধরতে গিয়ে পয়েন্ট থেকে প্রায় থার্ড ম্যানে ছুটে যান। বুকের বাঁ পাঁজরে চোট পান। ড্রেসিংরুমে ফেরার সঙ্গে সঙ্গেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চোটের পর শরীরের অত্যাবশ্যকীয় লক্ষণগুলো স্বাভাবিকের থেকে কমে যায়। লক্ষণগুলো প্রাণঘাতী ছিল। রক্তক্ষরণ হয়। ক্যাচ ধরার পর মাটিতে পড়ার সময় বুকের পাঁজরের তলার অংশে চোট পান শ্রেয়স। ড্রেসিংরুমে ফেরার পর স্বচ্ছন্দ বোধ করছিলেন না। রক্তচাপ স্বাভাবিকের থেকে অনেকটা কমে যাওয়ায় দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিস্থিতি আশঙ্কাজনক ছিল। কিন্তু বিসিসিআইয়ের মেডিক্যাল দল এবং সাপোর্ট স্টাফ দ্রুত ব্যবস্থা নেওয়ায় সামাল দেওয়া সম্ভব হয়।
মঙ্গলবার বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া জানান, চিকিৎসকদের আশার তুলনায় দ্রুত সুস্থ হয়ে উঠছেন ভারতীয় তারকা। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বোর্ড সচিব বলেন, 'শ্রেয়স আগের তুলনায় এখন অনেক ভাল আছে। চিকিৎসকরা যা আশা করেছিল, তার থেকে অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠছে। আমি ডাক্তার রিজওয়ানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। ও শ্রেয়সের সঙ্গে সিডনির হাসপাতালে থেকে গিয়েছে। সাধারণত ছয় থেকে আট সপ্তাহ লাগবে পুরোপুরি ফিট হতে। তবে ও তার আগেই সুস্থ হয়ে যেতে পারে। ডাক্তাররা ওর শারীরিক উন্নতিতে খুব খুশি। ধীরেধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। ওর চোট মারাত্মক ছিল। তবে সেই জায়গা থেকে বেরিয়ে এসেছে। যার ফলে আইসিইউ থেকে ওকে বেডে দিয়ে দেওয়া হয়েছে।' বোর্ড সচিবের বার্তার ৪৮ ঘণ্টার মধ্যে নিজেই সোশ্যাল মিডিয়ায় মেসেজ পোস্ট করেন শ্রেয়স।
