আজকাল ওয়েবডেস্ক: নিউ জিল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচে শাহিন আফ্রিদি ও শাদাব খানকে বিশ্রাম দেওয়ার পরামর্শ দিয়েছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি। 

'বুম বুম' আফ্রিদির এহেন মন্তব্যের পরে অনেকেই মনে করছেন, পাক ক্রিকেটে বোধহয় ঝামেলা লেগে গেল শ্বশুর ও জামাইয়ের। 

শাহিন আফ্রিদির শ্বশুর শাহিদ আফ্রিদি। সেই বুম বুম আফ্রিদিই কিনা তাঁর জামাইকে বিশ্রাম দেওয়ার কথা বলছেন। কিউয়িদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে শাহিন ও শাদাব দু'জনকেই বেরঙিন  দেখিয়েছে। চারটি ম্যাচ থেকে আফ্রিদি নিয়েছেন চারটি উইকেট। শাদাব নেন একটি উইকেট। অনেকেই মনে করছেন, এরকম হতশ্রী পারফরম্যান্সের জন্যই শাহিদ আফ্রিদি দুই পাক তারকাকে বিশ্রাম দেওয়ার কথা বলছেন।  

পাকিস্তান-নিউ জিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের চারটি ম্যাচের মধ্যে তিনটিতেই হেরে সিরিজ হাতছাড়া হয়েছে আফ্রিদিদের। তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ ছাড়া বাকি খেলাগুলোয় পাকিস্তান কেবল ৯২, ১৩৫ এবং ১০৫ রান করে। 

এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় শাহিদ আফ্রিদি লিখেছেন, ''শেষ ম্যাচে, বেঞ্চে যে প্লেয়াররা রয়েছে, তাদের সুযোগ দেওয়া উচিত। সিরিজ হেরে গিয়েছে পাকিস্তান। শাদাব আর শাহিনকে এখন বিশ্রাম দেওয়া যেতে পারে। ওদের পরিবর্তকে এবার সুযোগ দেওয়া হোক।'' 

কিউয়িদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দলে পাকিস্তান রাখেনি  বাবর আজম ও মহম্মদ রিজওয়ানকে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই দুই তারকা ক্রিকেটারকে নিয়ে তীব্র সমালোচনা হয়। তাঁদের বাদ দিয়েও পাকিস্তান ক্রিকেট দল কিন্তু যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়েছে।