আজকাল ওয়েবডেস্ক:‌ সেমিফাইনালে বিনেশ ফোগাত। গত বারের সোনাজয়ী ও বিশ্বের এক নম্বর ইউ সুকাকিকে কুস্তির ৫০ কেজির ফ্রিস্টাইলে হারিয়ে উঠে গিয়েছিলেন কোয়ার্টারে। খেলার ফল ছিল ৩–২। তারপর ইউক্রেনের ওকসানা লিভাচকে ৭–৫ পয়েন্টে হারিয়ে সেমিফাইনালে উঠে গেলেন। শেষ চারে গেলেন ফোগাত। মঙ্গলবারই তিনি নামবেন সেমিফাইনাল ম্যাচে। জিতলেই পদক নিশ্চিত। 


শেষ চারে গেলেও এদিন বিনেশ শুরু থেকে বেশ নড়বড়ে ছিলেন। শুরু থেকে পিছিয়েছিলেন তিনি। অতিরিক্ত রক্ষণাত্মক খেলতে থাকায় রেফারি তাঁকে দু’বার সতর্কও করেন। শুরুতে জাপানের কুস্তিগির ২–০ এগিয়েও যান। এরপর পাঁচ সেকেন্ডের মধ্যে সব বদলে দেন ফোগাত। বিপক্ষের সামান্য ভুলের সুযোগ নিয়ে তাঁকে ম্যাটের বাইরে বার করে এক পয়েন্ট পান। পাশাপাশি ‘টেক ডাউন’ করে আরও দু’পয়েন্ট। শেষমেশ ৩-২ পয়েন্টে জেতেন ফোগাত। তারপর কোয়ার্টারের ম্যাচে ইউক্রেনের ওকসানাকে ৭–৫ হারিয়ে তিনি উঠে যান শেষ চারে। 


যদিও সুকাকিকে হারানোটাই বড় অঘটন। টোকিও অলিম্পিকে সোনা জিতেছিলেন তিনি। চার বার তিনি বিশ্ব চ্যাম্পিয়ন। দু’বার এশীয় চ্যাম্পিয়ন। এছাড়া একাধিক টুর্নামেন্টে পেয়েছেন সোনা। তাঁকেই হারালেন ফোগাত।