আজকাল ওয়েবডেস্ক: কাফা নেশনস কাপে ইরানের বিরুদ্ধে খেলার সময় চোয়ালে চোট পেয়েছিলেন ভারতের সেন্টার ব্যাক সন্দেশ ঝিঙ্গন। গুরুতর চোট পাওয়ায় দেশে ফিরে আসতে হয় তাঁকে। ফলে, আফগানিস্তান ম্যাচে তাঁকে পাওয়া যায়নি। তৃতীয় স্থানের ম্যাচেও তাঁকে পাওয়া যাবে না। ৩২ বছরের ঝিঙ্গন ১ সেপ্টেম্বর ইরানের বিরুদ্ধে ০-৩ ব্যবধানে হারের সময় চোট পান। টুর্নামেন্টের মাঝপথেই তিনি দেশে ফিরে বৃহস্পতিবার গোয়ায় অস্ত্রোপচার করান। এর ফলে জাতীয় দলের পাশাপাশি আইএসএল ক্লাব এফসি গোয়ার হয়েও তাঁকে কিছুদিন মাঠের বাইরে থাকতে হবে। এই খবর নিশ্চিত করেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF)। শুক্রবার এক বিবৃতিতে ভারতের ফুটবল নিয়ামক সংস্থা জানিয়েছে, ‘সন্দেশের দ্রুত আরোগ্যের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা করা হবে। এআইএফএফ এবং এফসি গোয়া তাঁর পাশে রয়েছে।’

এফসি গোয়ার সিইও রবি পুস্করও সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, ‘হ্যাঁ, বৃহস্পতিবার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।’ ঝিঙ্গানের এই সময়ের চোট নতুন কোচ খালিদ জামিলের জন্যও বড় মাথাব্যথা। প্রথম দায়িত্বে থাকা জামিলের দলের রক্ষণভাগে এতদিন ভরসা ছিলেন ঝিঙ্গান। ড্রেসিংরুমে তাঁর নেতৃত্ব এবং মাঠে তাঁর উপস্থিতি — দু’টোই ছিল দলের ভরসার জায়গা। তাঁকে ছাড়া রক্ষণ গোছানো নিঃসন্দেহে কঠিন হবে। এখন বাড়তি দায়িত্ব এসে পড়ল তরুণ সেন্টার-ব্যাক অনোয়ার আলির কাঁধে। ২৪ বছরের অনোয়ার তাজিকিস্তানের বিরুদ্ধে গোলও করেছিলেন এবং রক্ষণে বেশ ভালো প্রভাব রেখেছিলেন। এবার তাঁকেই নেতৃত্ব দিতে হবে অভিজ্ঞ ঝিঙ্গানের অনুপস্থিতিতে। জানা গিয়েছে, সন্দেশ ঝিঙ্গানের গালের হাড়ের সফল অস্ত্রোপচার হয়েছে।

আরও পড়ুন: শিক্ষক দিবসের সকালে ভয়াবহ পথ দুর্ঘটনা শহর কলকাতায়, ইএম বাইপাসে ডাম্পারের ধাক্কায় ছিটকে পড়লেন তরুণী

চিকিৎসকরা তাঁকে ৪-৬ সপ্তাহের রিহ্যাব নেওয়ার পরামর্শ দিয়েছেন, যার ফলে তিনি এফসি গোয়ার প্রথম এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ ম্যাচে খেলতে পারবেন না এবং ভারতের সিঙ্গাপুরের বিরুদ্ধে দ্বৈত এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বের ম্যাচগুলোতেও তাঁর অংশগ্রহণ নিয়ে বড়সড় অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে ঝিঙ্গন অস্ত্রোপচারের পর থেকেই একটি নির্দিষ্ট রিকভারি প্রোগ্রাম শুরু করবেন বলে জানা যাচ্ছে। বেসিক ফিটনেস বজায় রাখতে তিনি হয়তো কিছু হালকা ব্যক্তিগত অনুশীলনে আগেই ফিরতে পারেন, তবে প্রতিযোগিতামূলক খেলায় ফেরা সম্ভব হবে কেবল তখনই যখন মেডিকেল টিম তাঁকে পূর্ণ কনট্যাক্ট ট্রেনিংয়ের জন্য ছাড়পত্র দেবে।

চোটের ধরন অনুযায়ী প্রতি সপ্তাহে তাঁর অবস্থা পর্যালোচনা করা হবে, হাড়ের সঠিক আরোগ্য এবং মুখের সুরক্ষার ব্যবস্থা বিবেচনা করে তারপরই তাঁকে মাঠে ফেরার অনুমতি দেওয়া হবে বলে খবর ফেডারেশন সূত্রে। উল্লেখ্য, কাফা নেশনস কাপে তাজিকিস্তানের বিরুদ্ধে জয় পেয়েছিল ভারত। আয়োজকদের বিরুদ্ধে জয় দিয়ে অভিযান শুরু করলেও আফগানিস্তানের বিরুদ্ধে গোলশূন্য ড্র এবং ইরানের কাছে বড় হারে ঝুলে গেল প্রশ্নচিহ্ন। ইরান-তাজিকিস্তান ম্যাচ ড্র হওয়ায় ভারত কোনওমতে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে উঠলেও ঝিঙ্গানের চোটে সেই সাফল্যের আনন্দ অনেকটাই ফিকে। অক্টোবরে বাছাইপর্বে নামার আগে এখন ভারতের সামনে বড় প্রশ্ন — ঝিঙ্গান কি সুস্থ হয়ে ফিরতে পারবেন? আপাতত ব্লু টাইগার্সকে তাঁর অনুপস্থিতিতেই লড়াই করতে হবে, যেখানে অনোয়ার আলি এবং অন্যদের এগিয়ে আসতে হবে দেশের সবচেয়ে নির্ভরযোগ্য ডিফেন্ডারের শূন্যস্থান পূরণ করতে।