আজকাল ওয়েবডেস্ক: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি অ্যাশেজ সিরিজে অ্যাডিলেডে টানা তিনটি টেস্ট হেরে ৩-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে বেন স্টোকসের নেতৃত্বাধীন ইংল্যান্ড।

সিরিজ কার্যত হাতছাড়া হওয়ার পর এই প্রসঙ্গেই ইংল্যান্ডকে কটাক্ষ করতে ছাড়লেন না ভারতের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মাও।

সোমবার গুরগাঁওয়ে এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে রোহিত বলেন, ‘অস্ট্রেলিয়ায় খেলা সবচেয়ে কঠিন। এটা ইংল্যান্ডকে জিজ্ঞেস করলেই বুঝতে পারবেন।’

রোহিত ইংল্যান্ডকে খোঁচা তো দিলেনই ঘুরিয়ে স্পষ্টভাবেই ইংল্যান্ড দলের বর্তমান দুরবস্থার দিকে ইঙ্গিত করলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রোহিত নিজের অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতাও তুলে ধরেন।

শেষবার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজে পাঁচ ইনিংসে মাত্র ৩১ রান করেছিলেন ভারতীয় ওপেনার। তবে তার পর একদিনের সিরিজে দারুণ প্রত্যাবর্তন ঘটিয়ে একটি শতরান ও একটি অর্ধশতরান করেন তিনি।

সেই সঙ্গেই রোহিত পরিষ্কার জানিয়ে দেন, তিনি ওয়ানডে ক্রিকেট চালিয়ে যেতে চান এবং দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হতে চলা ২০২৭ সালের ওয়ান ডে বিশ্বকাপ খেলাই তাঁর বড় লক্ষ্য।

নিজের জীবন ও কেরিয়ার নিয়ে উদাহরণ টেনে রোহিত বলেন, ‘আমার জীবনও এমনই ছিল। শুরুটা খুব কঠিন ছিল। কিন্তু একবার গতি পেয়ে গেলে, একবার প্লেনে উঠে পড়লে, সেই প্লেন যে উচ্চতায় উঠে যায়, সেটা আর সহজে নিচে নামে না। আমি চাই না সেই প্লেন এখনই নামুক। আমি এখনও উপরে থাকতে চাই।’

তিনি আরও বলেন, ‘আমরা সবাই জানি, যখন প্লেন ৩৫ থেকে ৪০ হাজার ফুট উচ্চতায় পৌঁছয়, তখন একটা স্বস্তি আসে। খাওয়া, ঘুম সবই ঠিকঠাক চলে। জীবনটাও তেমনই। একবার গতি পেলে সেটা ধরে রাখাই আসল। নামাও গুরুত্বপূর্ণ, কিন্তু কখন নামবেন, সেটা আপনার উপরই নির্ভর করে।’

উল্লেখ্য, চলতি মরশুমে রোহিত শর্মার বিজয় হাজারে ট্রফি খেলার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ১১ জানুয়ারি থেকে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শুরু হতে চলা ওয়ানডে সিরিজের প্রস্তুতিও নেবেন তিনি।

টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর এখন পর্যন্ত ছ’টি একদিনের ম্যাচ খেলেছেন রোহিত। এই সময়ে তাঁর ব্যাট থেকে এসেছে একটি শতরান ও তিনটি অর্ধশতরান। ঘরোয়া ক্রিকেট এবং ব্ল্যাকক্যাপসদের বিরুদ্ধে সিরিজে এই ফর্ম বজায় রাখাই এখন তাঁর প্রধান লক্ষ্য।