আজকাল ওয়েবডেস্ক: রোহিত শর্মা ক্যাপ্টেন থাকলে দলের সংস্কৃতি নষ্ট হত। তাই নির্বাচকরা শুভমান গিলকেই ক্যাপ্টেন করেন। প্রতিবেদন অনুযায়ী, ৩৮ বছর বয়সী সিনিয়র ক্রিকেটার দলে থাকলে তাঁর দর্শন সবার মধ্যে ছড়ানোর চেষ্টা করবেন। আর তার ফলে দলের সংস্কৃতি নষ্ট হতে পারে মনে করেই ম্যানেজমেন্ট রোহিত শর্মার হাতে আর নেতৃত্বের ব্যাটন দেননি

প্রতিবেদনে এমনও বলা হয়েছে, গৌতম গম্ভীর প্রথম ছ' মাস কিছু বলেননি। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার কাছে সিরিজ হারের পরে গম্ভীর নিজের হাতে নিয়েছেন সবটা। সেখানে অধিনায়ক হিসেবে রোহিতের উপস্থিতি দলের সংস্কৃতি নষ্ট করে দিত।

আরও পড়ুন:  'আমি অবসর নেব না...', নেতৃত্ব যাওয়ার দিন ভাইরাল রোহিতের মন্তব্য

রোহিতের হাত থেকে নেতৃত্ব চলে যাওয়ার খবরে বিস্মিত হরভজন সিং। ভারতের স্কোয়াড ঘোষিত হওয়ার পরে ভাজ্জিকে বলতে শোনা গিয়েছে, ''শুভমান গিলকে অভিনন্দন। টেস্ট ক্রিকেটে ভাল নেতৃত্ব দিয়েছে গিল। এবার ওয়ানডে-তেও ওকে দায়িত্ব দেওয়া হল। এবার ওর কাছে নতুন চ্যালেঞ্জ। রোহিতকে সরিয়ে দেওয়া হল নেতৃত্ব থেকে। কিন্তু সাদা বলের ফরম্যাটে রোহিত সবসময়ে দুর্দান্ত রেকর্ডের অধিকারী। সত্যি বলতে কী, এই খবরে আমি বিস্মিত। অস্ট্রেলিয়ায় ওকেই নেতৃত্ব দেওয়া উচিত ছিল। চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে।''

হিটম্যান প্রসঙ্গে ভাজ্জি আরও বলেন, ''ভারতীয় ক্রিকেটের অন্যতম স্তম্ভ। অস্ট্রেলিয়ায় আরও একবার ওকে নেতৃত্ব দেওয়া যেত। ২০২৭ বিশ্বকাপ এখনও অনেক দূরে। গিল আরেকটু বাদেও দায়িত্ব নিতে পারত। শুভমানের জন্য আমি খুশি কিন্তু রোহিতকে সরানোয় আমি দুঃখিত।''

১৬ বছর তিনি নিয়োজিত করেছেন দেশের ক্রিকেটের জন্য। অথচ আর একটা বছর আমরা দিতে পারলাম না তাঁকে। রোহিত শর্মার হাত থেকে নেতৃত্ব কেড়ে নেওয়ার পরে ঠিক এইভাবেই নির্বাচকদের সিদ্ধান্তকে দুষেছেন ভারতের প্রাক্তন তারকা মহম্মদ কাইফইনস্টাগ্রামে কাইফের বক্তব্যের সেই রিল ভাইরাল হয়েছে। সেখানে কাইফকে বলতে শোনা গিয়েছে, ''ভারতীয় ক্রিকেটকে ১৬ বছর দিয়েছে রোহিত শর্মা। অথচ সেই রোহিতকেই আমরা একটা বছর দিতে পারলাম না। ১৬টা আইসিসি ইভেন্টে ভারত ১৫টা ম্যাচ জিতেছে। মাত্র একটায় হার মেনেছে। সেটা ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।''

২০২৭ সালে ওয়ানডে বিশ্বকাপসেভাবে বললে আর একবছর হাতে রয়েছে। কিন্তু নির্বাচকরা বড্ড তাড়াহুড়ো করে ফেললেন। নতুন অধিনায়ক শুভমান গিলের হাতে তুলে দিলেন ওয়ানডে ফরম্যাটেরও দায়িত্ব। ভুলে গেলেন রোহিত শর্মা দেশকে ট্রফি দিয়েছেনচ্যাম্পিয়ন করিয়েছেনকাইফ বলেন, ''দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতাতে ভারতকে সাহায্য করেছে রোহিত। রোহিতের নেতৃত্বে ভারত ট্রফি জিতেছে। ২০২৪ সালের বিশ্বকাপও রয়েছে এর মধ্যে।''

আরও পড়ুন: হোটেলের খাবার খেয়েই তীব্র পেটে ব্যথা, ভারতে সিরিজ খেলতে এসে হাসপাতালে ঠাঁই হল অস্ট্রেলিয়ার পেস বোলারের...