আজকাল ওয়েবডেস্ক: পাঁচ দিনের মধ্যে আড়াই দিন বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। বাকি ছিল মাত্র আড়াই দিন। তারমধ্যে কীভাবে টেস্ট জিততে হয় দেখিয়ে দিলেন রোহিত অ্যান্ড কোম্পানি। ভারতের জয়কে কোনওভাবেই খাটো না করে বলতে হবে, প্রতিপক্ষ বাংলাদেশ না হলে হয়তো ড্রয়ের দিকেই গড়াতো কানপুর টেস্ট। তবে রোহিতদের সাহসী এবং আগ্রাসী ক্রিকেটের প্রশংসা করতেই হবে। প্রথম দিন মাত্র ৩৫ ওভার খেলা হয়। বাংলাদেশকে ২৩৩ রানে অলআউট করে দেওয়ার পর পুরোপুরি টি-২০ ক্রিকেটের মেজাজে খেলে ভারত। ৩৪.৪ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ২৮৫ রানে ইনিংস ঘোষণা করেন রোহিত। আড়াই দিন নষ্ট হওয়ার পর কী মনোভাব নিয়ে নেমেছিল ভারতীয় দল, তার খোলসা করলেন অধিনায়ক। রোহিত বলেন, 'আড়াই দিন নষ্ট হওয়ার পর চতুর্থ দিনে ওদের যত তাড়াতাড়ি সম্ভব আউট করে দিতে চেয়েছিলাম। ২৩০ রানে ওদের ইনিংস শেষ হওয়ার পর, আমাদের লক্ষ্য ছিল কম ওভার খেলে বেশি রান তোলা। এই পিচে ম্যাচ বের করে আনা দারুণ ব্যাপার। আমরা ঝুঁকি নেওয়ার জন্য তৈরি ছিলাম। কারণ এমন আগ্রাসী মনোভাব নিয়ে ব্যাট করলে যেকোনও সময় কম রানের মধ্যে আউট হওয়ার সম্ভাবনা থাকে। তবে আমরা ১০০-১২০ রানে অলআউট হয়ে যাওয়ার জন্যও তৈরি ছিলাম।'
ঘরের মাঠে টানা ১৮তম জয়ের রেকর্ড ভারতের। নতুনদের মধ্যে আকাশ দীপের পারফরম্যান্সে খুশি রোহিত। বাংলার পেসারের ভূয়সী প্রশংসা করলেন। রোহিত বলেন, 'ও ভাল খেলেছে। ও প্রচুর ঘরোয়া ক্রিকেট খেলেছে। ওর কোয়ালিটি এবং দক্ষতা দুটোই আছে। শরীরের গঠনও ভাল। লম্বা স্পেল করার ক্ষমতা আছে।' কোচ গৌতম গম্ভীরের অধীনে প্রথম টেস্ট জয়। ভারতের নেতা জানালেন, তাঁর সঙ্গে খেলার সুবাদে গৌতির মাইন্ডসেট জানেন তিনি। রোহিত বলেন, 'দ্রাবিড়ের সঙ্গে আমরা দারুণ সময় কাটিয়েছি। তবে জীবন থেমে থাকে না। আমি গৌতম গম্ভীরের সঙ্গে খেলেছি, তাই ওর মানসিকতা জানি।' রবিবার থেকে শুরু হয়ে যাবে ভারত-বাংলাদেশ টি-২০ সিরিজ।
