আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে নায়কের সম্মান পেলেন রোহিত শর্মা। বৃষ্টি মাথায় নিয়েই তাঁদের প্রিয় তারকার একঝলক পেতে হাজির ছিল সমর্থকের দল। মুম্বই টি-২০ লিগের ফাইনাল দেখতে ওয়াংখেড়েতে এসেছিলেন রোহিত। এদিন মুম্বই সাউথ সেন্ট্রাল মারাঠা রয়্যালসের সঙ্গে সোবো মুম্বই ফ্যালকন্সের ম্যাচ ছিল। রোহিতের আগমনবার্তা পৌঁছনো মাত্র, স্টেডিয়ামের বাইরে তাঁর কালো রংয়ের এসইউভি ঘিরে ধরে ফ্যানরা। লাগাতার বৃষ্টির মধ্যে তাঁকে একবার দেখার জন্য, তাঁর সঙ্গে একটা ছবির জন্য হুড়োহুড়ি পড়ে যায়। রোহিতের গাড়ির চারপাশে ভিড় বাড়তে থাকে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। শেষপর্যন্ত পরিস্থিতি সামাল দেয় পুলিশ। 

মাঠের ভেতর ভিআইপি বক্সে বসে খেলা উপভোগ করেন হিটম্যান। ম্যাচ চলাকালীন ক্যামেরা তাঁকে ধরলেই গ্যালারি উচ্ছ্বাসে ফেটে পড়ছিল। ম্যাচ চললেও, অধিকাংশের জন্য আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন রোহিত। আইপিএলের পর এবার আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফোকাস করবেন তারকা ক্রিকেটার। ১৭ থেকে ২৩ আগস্ট বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে দলকে নেতৃত্ব দেবেন রোহিত। তারপর অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে অজিদের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ। জিতলে এমএস ধোনি এবং বিরাট কোহলিকে ধরে ফেলবেন রোহিত। তৃতীয় ভারত অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়ায় সিরিজ জয়ের নজির গড়বেন।