আজকাল ওয়েবডেস্ক: ঋষভ পন্থের প্রত্যাবর্তনের দিনক্ষণ নিশ্চিত হয়ে গেল। প্রকাশ্যে এল সেই দিন-তারিখ। উইকেট কিপার-ব্যাটার পন্থ ইন্ডিয়া এ দলকে নেতৃত্ব দেবেন। দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে দুটো চারদিনের ম্যাচে খেলবে ইন্ডিয়া এ দল। ভারতের এ দলকে নেতৃত্ব দিতে দেখা যাবে পন্থকে। ভারতীয় এ দলের সহ-অধিনায়ক সাই সুদর্শন।
ভারতীয় এ দল দুটি চারদিনের ম্যাচ খেলবে বিসিসিআই সেন্টার অফ এক্সেলেন্সে। ৩০ অক্টোবর শুরু হচ্ছে প্রথম ম্যাচ। একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচটি হবে।
চলতি বছরের জুলাই মাসে অ্যান্ডারসন-তেণ্ডুলকর ট্রফিতে পায়ের পাতায় চিড় ধরেছিল পন্থের। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরোয়া সিরিজে নামতে পারেনি পন্থ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাদা বলের সফরেও যাননি তিনি।
আরও পড়ুন: কোপ পড়ল রিজওয়ানের উপর, পাকিস্তানের ওডিআই দলের নতুন অধিনায়ক আফ্রিদি...
লোকেশ রাহুল, ধ্রুব জুড়েল এবং মহম্মদ সিরাজ দ্বিতীয় চারদজিনের ম্যাচটিতে নামবেন। প্রোটিয়া ব্রিগেডের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে ১৪ নভেম্বর থেকে।
ম্যানচেস্টারে ক্রিস ওকসের বল আছড়ে পড়েছিল ঋষভ পন্থের পায়ের পাতায়। যন্ত্রণা কাতর ভারতের উইকেট কিপারকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়েছিল গাড়িতে। হাঁটার ক্ষমতা ছিল না তাঁর। কিন্তু পরের দিনই দলের অসময়ে খোঁড়াতে খোঁড়াতে ব্যাট হাতে মাঠে নেমে পড়েন পন্থ। তাঁর সাহসিকতা দেখে কুর্নিশ জানান সবাই। চোটের জন্য ওভালে অনুষ্ঠিত শেষ টেস্টে খেলতে পারেননি পন্থ। এহেন পন্থ ছ'সপ্তাহের জন্য ছিটকে গিয়েছিলেন। ২০২৫ সালের এশিয়া কাপেও তিনি দলে ছিলেন না।
পন্থের মতোই পরিস্থিতি হয়েছিল ক্রিস ওকসের। পঞ্চম টেস্টে ওকসের কাঁধের হাড় সরে যায়। যন্ত্রণাকাতর ওকস কিন্তু পন্থের মতোই ব্যাট করতে নামেন দ্বিতীয় ইনিংসে।
প্রসিদ্ধ কৃষ্ণার ইয়র্কারে টংয়ের স্টাম্প উপড়ে যেতেই সাজঘর থেকে সিঁড়ি বেয়ে নেমে এলেন ওকস। তিনি ভাঙা হাতে লড়াইয়ের মঞ্চে অবতীর্ণ হন। ওই ব্যাট যেন তাঁর তলোয়ার।
এক হাতে ব্যাট। অন্য হাত স্ট্র্যাপ দিয়ে মোড়ানো ছিল। স্ট্রাইক পেলে এক হাতে তাঁকে ব্যাট করতে হবে। এমনকী বোলাররা তাঁকে ব্যাকফুটে ফেলার জন্য কাঁধ লক্ষ্য করে বল করতেও পারেন। ওকস দেশের জন্য, দলের জন্য মাভৈঃ বলে ব্যাট হাতে নেমে পড়লেন।
ঋষভ পন্থও ইংল্যান্ডের তারকার প্রশংসা করেন। সেই প্রসঙ্গে ওকস বলেন, ''আমি দেখেছি আমার একটা ছবি পন্থ ইনস্টাগ্রামে পোস্ট করেছে। সেই সঙ্গে স্যালুট ইমোজি দিয়েছে। আমিও পন্থকে জবাব দিই, তুমি যে ভালবাসা গিলে তার প্রশংসা করি। আশা করি পা ঠিক আছে।'' ওকসের এহেন মেসেজের পরে পন্থ ভয়েস নোট পাঠিয়েছেন। সেখানে পন্থ বলেছেন, ''আশা করি সবকিছু ঠিকই আছে। দ্রুত সেরে ওঠো। তার জন্য শুভকামনা রইল। আশা করি আবার আমাদের একদিন দেখা হবে।"
সেই পন্থ এবার চোট সারিয়ে ফিরছেন মাঠে।
আরও পড়ুন: ক্রিকেট নয়, অন্য কারণে সরানো হয়েছে রিজওয়ানকে, বিতর্ক তুলে দিলেন এই প্রাক্তন ক্রিকেটার ...
