আজকাল ওয়েবডেস্ক:‌ ঋষভ পন্থ। পুরো সিরিজ খেলতে পারেননি। ম্যাঞ্চেস্টার টেস্টে চোট পেয়েছিলেন। তা নিয়েই প্রথম ইনিংসে ব্যাট করেন এবং অর্ধশতরান হাঁকান। সেই ঋষভ পন্থের মানবিক মুখ দেখা গেল এবার।


এক দুঃস্থ ছাত্রীর কলেজ ভর্তির পুরো টাকা দিয়ে সেই নজির রাখলেন ভারতীয় দলের উইকেটকিপার।


কর্নাটকের বাগলকোট জেলার এক অভাবী পরিবারের মেয়ে জ্যোতি কানাবুর মাধ। কলেজের যোগ্যতা অর্জন পরীক্ষায় ৮৫ শতাংশ নম্বর পেয়েছিল সে। স্বপ্ন ছিল কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে স্নাতকস্তরে পড়াশোনা করবেন। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় অর্থ। তাঁর বাবা তীর্থাবা কানাবুর মাধের পক্ষে কলেজ ভর্তির ৪০ হাজার টাকা জোগাড় করা সম্ভব হচ্ছিল না। ঘটনাটা বিভিন্ন পথ ঘুরে ঋষভ পন্থের কানে পৌঁছয়। সঙ্গে সঙ্গে জ্যোতিকে ৪০ হাজার টাকা পাঠিয়ে দেন তিনি। মনে হতেই পারে, আইপিএলে ২৭ কোটি পাওয়া পন্থের জন্য এই টাকার অঙ্কটা খুব একটা বড় নয়। কিন্তু যেভাবে মানবিকতার হাত বাড়িয়ে দিলেন, তার প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। পন্থের এই সাহায্য জ্যোতির জীবন বদলে দিতে পারে।

 

আরও পড়ুন:‌ মিশন ইংল্যান্ড শেষ, ধাপে ধাপে দেশে ফিরছেন গিল, সিরাজরা


আর এরই কৃতজ্ঞতা স্বরূপ পন্থকে চিঠিও লিখেছেন জ্যোতি। যেখানে তিনি জানিয়েছেন, সুযোগ পেলে তিনিও মানবিকতার হাত অন্য কোনও দুঃস্থ মানুষের জন্য বাড়িয়ে দিতে চান। জ্যোতি লিখেছেন, ‘আমি বিসিএ করতে চেয়েছিলাম। কিন্তু অর্থের অভাবে বাবা আমাদের গ্রামের ব্যক্তি অনিলের সঙ্গে যোগাযোগ করেন। অনিল বিষয়টি কর্নাটকের এক ব্যক্তি অক্ষয়কে বলেন। তাঁর মাধ্যম দিয়ে ঘটনাটি ঋষভ পন্থ জানতে পারেন। আমি ঋষভ পন্থের কাছে কৃতজ্ঞ। ঈশ্বর ওঁকে সুস্থ রাখুন। অনিল ও অক্ষয়ের কাছেও আমি কৃতজ্ঞ। ওঁদের অবদান কোনও দিন ভুলব না।’ উল্লেখ্য, ম্যাঞ্চেস্টার টেস্টে পায়ের হাড় ভাঙে পন্থের। যে কারণে ওভালে খেলতে পারেননি।

মিশন ইংল্যান্ড শেষ। এবার দেশে ফেরার পালা। তবে সবাই একসঙ্গে নয়। ধাপে ধাপে দেশে ফিরছেন শুভমন গিল, মহম্মদ সিরাজরা। 
মঙ্গলবার থেকে ভাগে ভাগে দেশে ফিরতে শুরু করেছেন টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা। কয়েক জন অবশ্য লন্ডনে ছুটি কাটিয়ে কয়েক দিন পর ফেরার পরিকল্পনা করেছেন। 


সোমবার ওভাল টেস্টে রুদ্ধশ্বাস জয়ের পর উৎসবে মেতেছিল ভারতীয় শিবির। ড্রেসিংরুমে এক দফা উৎসবের পর হোটেলে ফিরেও আনন্দে মেতেছিলেন শুভমন গিল, মহম্মদ সিরাজরা। মঙ্গলবার সকালে লন্ডন থেকে বিমানে উঠেছেন সিরাজ–সহ কয়েক জন ক্রিকেটার। তাঁদের মধ্যে রয়েছেন শার্দূল ঠাকুর, অর্শদীপ সিং, প্রসিধ কৃষ্ণা। তাঁরা প্রথমে দুবাইয়ে আসবেন। সেখান থেকে যে যাঁর শহরের বিমান ধরবেন। যেমন সিরাজ দুবাই থেকে সরাসরি হায়দরাবাদের বিমানে উঠবেন। শার্দূল উঠবেন মুম্বইয়ের বিমানে।


এদিকে টেস্ট জয়ের পর সোমবার বিকেলে অর্শদীপ, প্রসিধরা পরিবারের সঙ্গে লন্ডনে ঘুরতে বেরিয়েছিলেন। কুলদীপ যাদব ঘুরতে যান পীযূষ চাওলার সঙ্গে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, ‘সোমবার রাতে আর কোনও উৎসব হয়নি ভারতীয় শিবিরে। ক্রিকেটাররা নিজেদের মতো করে সময় কাটিয়েছেন। কেউ কেউ পরিবারের সঙ্গে ঘুরতে গিয়েছিলেন। কেউ আবার দেশে ফেরার প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন।’