আজকাল ওয়েবডেস্ক: আইপিএলে বেতন কোটিতে পৌঁছতেই বিলাসবহুল বাংলো কিনে ফেললেন রিঙ্কু সিং। আলীগড়ের ওজোন সিটিতে অবস্থিত দ্য গোল্ডেন এস্টেটে ৩.৫ কোটিতে ৫০০ স্কোয়ার ইয়ার্ডের বিশাল বাড়ি কিনলেন কলকাতা নাইট রাইডার্সের তারকা ক্রিকেটার। আইপিএলের মেগা নিলামের আগে রিঙ্কুকে রিটেন করে শাহরুখ খানের ফ্রাঞ্চাইজি। রিটেনশন তালিকায় সবার ওপরে ছিল তাঁর নাম। সবচেয়ে বেশি টাকা দিয়ে নাইটদের ফিনিশারকে রাখা হয়। রিঙ্কুর পেছনে ১৩ কোটি খরচ করে কেকেআর। কলকাতা ফ্রাঞ্চাইজি তাঁকে রিটেন করার কয়েকদিনের মধ্যে তাঁর বাংলো কেনার খবর প্রকাশ্যে এল।
বেশ কয়েকবছর ধরে কেকেআরে আছেন রিঙ্কু। ২০ লক্ষ দিয়ে তাঁকে কিনেছিল নাইটরা। সেখান থেকে দলের সবচেয়ে দামি ক্রিকেটার। দরিদ্র পরিবারে জন্মান রিঙ্কু। বহু কষ্টের মধ্যে দিয়ে আজ এই জায়গায় পৌঁছেছেন। ২০২৩ আইপিএলে যশ দয়ালের এক ওভারে পাঁচটি ছক্কা হাঁকিয়ে আন্তর্জাতিক খ্যাতি লাভ করেন। খুলে যায় জাতীয় দলের দরজা। তবে গত আইপিএলে নজর কাড়তে পারেননি। খুব বেশি গেম টাইমও পাননি। আগামী আইপিএলে আবার নিজের সেরাটা উজাড় করে দিতে তৈরি রিঙ্কু। এবার ১০ ফ্রাঞ্চাইজি মোট ৪৬ জন প্লেয়ার রিটেন করেছে। তারমধ্যে ৩৬ জন ভারতীয়। তারমধ্যে রয়েছে ১০ জন আনক্যাপড ভারতীয় তারকা। সেই তালিকায় রয়েছেন অভিষেক পোড়েল, রাহুল তেওয়াটিয়া, শাহরুখ খান, রমনদীপ সিং, হর্ষিত রানা, মহসিন খান, আয়ুশ বাদোনি, শশাঙ্ক সিং, প্রভসিমরন সিং এবং যশ দয়াল।
