আজকাল ওয়েবডেস্ক: নতুন বছরের শুরুতেই খারাপ খবর রিয়াল মাদ্রিদের জন্য।
কিলিয়ান এমবাপেকে মাঠের বাইরে রেখে কয়েকটা ম্যাচ খেলতে হতে পারে রিয়ালকে।
বছরের শুরুতেই চোটের লাল চোখ দেখতে হল ফরাসি তারকাকে। বাঁ পায়ের চোটের জন্য স্পেনের সুপার কাপের সেমিফাইনালে হয়তো নামতে পারবেন না এমবাপে।
বছরের শেষ দিন অনুশীলনে দেখা যায়নি এমবাপেকে। ক্লাবের পক্ষ থেকে পরবর্তীকালে জানানো হয়, তারকা ফুটবলারের বাঁ হাঁটুতে চোট রয়েছে।
খবরের ভিতরের খবর বলছে, অস্বস্তি নিয়েই খেলছিলেন এমবাপে। পরীক্ষা নিরীক্ষার পরে জানা যায় এমবাপের হাঁটুতে চোট রয়েছে।
তবে এই চোটের জন্য কতদিন মাঠের বাইরে থাকতে হবে এমবাপেকে, সেই ব্যাপারে কিছু জানায়নি রিয়াল। তবে স্প্যানিশ মিডিয়ার খবর অনুযায়ী, তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে রিয়ালের তারকা ফুটবলারকে।
উল্লেখ্য, ৪ জানুয়ারি রিয়াল বেতিস ম্যাচ দিয়ে বছর শুরু করতে চলেছে রিয়াল মাদ্রিদ। এরপরেই সুপার কাপে অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে খেলা রিয়ালের।
চ্যাম্পিয়ন্স লিগে মোনাকোর বিরুদ্ধেও হয়তো অনিশ্চিত এমবাপে। ১৮টি গোল করে ভাল ছন্দে রয়েছেন এমবাপে। অ্যাসিস্টও করেছেন। সেই এমবাপে চোটের জন্য বছরের গোড়ার দিকের কয়েকটি ম্যাচে নামতে পারবেন না। বছরের শুরুতেই খারাপ সংবাদ পেল রিয়াল।
