আজকাল ওয়েবডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন আগেই। খেলবেন না আইপিএলওজানিয়ে দিয়েছেন। এখন বিদেশের লিগে খেলতে কোনও সমস্যা নেই রবিচন্দ্রন অশ্বিনের। ইতিমধ্যেই দুই দেশের লিগে কথা হয়েছে তাঁর। জানা গিয়েছে, একই সঙ্গে দুই আলাদা দেশের লিগে খেলতে পারেন অশ্বিনঅস্ট্রেলিয়ার বিগ ব্যাশ ও সংযুক্ত আরব আমিরশাহির ইন্টারন্যাশনাল টি২০তে খেলতে পারেন তিনি।

এটা ঘটনা, ইতিমধ্যেই ইন্টারন্যাশনাল টি২০র নিলামের জন্য নাম নথিভুক্ত করিয়েছেন অশ্বিন। ১ অক্টোবর হবে সেই নিলাম। তা ছাড়া বিগ ব্যাশ লিগে অন্তত চারটি দল অশ্বিনকে নিতে আগ্রহ দেখিয়েছে। সেগুলি হল, সিডনি থান্ডার, সিডনি সিক্সার্স, হোবার্ট হারিকেনসঅ্যাডিলেড স্ট্রাইকার্স। ফলে দু’টি লিগেই অশ্বিনের খেলার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: 'আমরা দুর্বল, তবে আমাদের ক্ষতি নয়', ভারতের কাছে বিধ্বস্ত হওয়ার পরে অদ্ভুত যুক্তি শোয়েবের ...

এদিকে, পাকিস্তানের স্পিনার ও প্রাক্তন অধিনায়ক শাদাব খানও রয়েছেন সিডনি থান্ডারেঅশ্বিন প্রাক্তন পাক অধিনায়কের সঙ্গে ড্রেসিং রুম শেয়ারক করবেন। সেই দলে রয়েছেন ডেভিড ওয়ার্নার, প্যাট কামিন্সস্যাম কনস্টাস

এশিয়া কাপে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হ্যান্ডশেক করেননি ভারতীয় ক্রিকেটাররা। তা নিয়ে কম কালি খরচ হয়নিহ্যান্ডশেক বিতর্ক নিয়ে এখনও চর্চা চলছে। শাদাব খান ও অশ্বিন একই ড্রেসিং রুম শেয়ার করছেন যখন, তখন তাঁরা কি হ্যান্ডশেক করবেন? এটা নিয়েই প্রশ্ন চলছে।

উল্লেখ্য, অশ্বিন যদি দু’টি লিগেই খেলেন, তা হলে একই সঙ্গে দুই দেশে খেলতে হবে তাঁকে। ২ ডিসেম্বর থেকে শুরু হবে ইন্টারন্যাশনাল টি২০। চলবে ৪ জানুয়ারি পর্যন্ত। অন্য দিকে ১৪ ডিসেম্বর থেকে শুরু বিগ ব্যাশ। ২৫ জানুয়ারি পর্যন্ত চলবে সেই লিগ। অর্থাৎ, বিগ ব্যাশ যখন শুরু হবে তখনও ইন্টারন্যাশনাল টি২০ চলবে।

চলতি বছরের শুরুতে অস্ট্রেলিয়া সফর চলাকালীন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন অশ্বিন। তাঁর অবসর নিয়ে সেই সময়ে অনেক কালি খরচ হয় সংবাদমাধ্যমে। অস্ট্রেলিয়া সিরিজের মাঝামাঝি ফেরার পরেই আইপিএলকে বিদায় জানিয়েছেন তিনি। সেই সময়েই অশ্বিন জানিয়েছিলেন, এখনও ক্রিকেট তাঁর মধ্যে বেঁচে রয়েছে। বোঝা যাচ্ছিল, এবার বিদেশের লিগে খেলার লক্ষ্যে থাকবেন তিনি। সেটাই হতে চলেছে। অবশ্য তার আগে ৭ থেকে ৯ নভেম্বর হংকং সিক্সেস প্রতিযোগিতায় ভারতের হয়ে খেলবেন অশ্বিন। 

এদিকে এশিয়া কাপে ভারত মাঠে নামার আগে রবিচন্দ্রন অশ্বিন বলেছেন, শক্তির দিক থেকে ভারতের কাছাকাছি কোনও দলই নেই। ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা এশিয়া কাপে একাধিকবার খেতাব জিতেছে। বাংলাদেশ দু'বার ফাইনালে নেমেছে। অশ্বিন কিন্তু বাংলাদেশকে ধর্তব্যের মধ্যেও রাখেননি। তিনি বলেন, ''বাংলাদেশকে নিয়ে কথা বলার মতো কিছুই নেই। ভারতের সঙ্গে কীভাবে লড়বে?'' 

আরও পড়ুন: এশিয়া কাপের পরই ওয়েস্ট ইন্ডিজ সিরিজ, এই তারকা ক্রিকেটার বোর্ডকে শোনালেন স্বস্তির কথা