আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তান ক্রিকেটের সেনসেক্স পড়তির দিকে। ডামাডোল চলছে সে দেশের ক্রিকেটে। বাংলাদেশের কাছে টেস্ট সিরিজ হারছে, হঠাৎই বদল হচ্ছে ক্যাপ্টেন। শোনা যাচ্ছে, গ্যারি কার্স্টেনের দেওয়া রিপোর্টের পরই নেতৃত্ব দেওয়ার উৎসাহ হারিয়ে ফেলেছেন বাবর আজম। দেশের প্রাক্তন ক্রিকেটাররা পর্যন্ত বাবরদের সমালোচনা শুরু করে দিয়েছেন।
একসময়ে যারা ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী ছিল, তাদের এই বেহাল দশা দেখে দুঃখিত রবিচন্দ্রন অশ্বিনও।
বাবর আজম নেতৃত্ব ছাড়ার পরে ফের সরব হয়েছেন ভারতের তারকা অফ স্পিনার।
তাঁর মতে, পাক ক্রিকেটে এখন ‘মিউজিক্যাল চেয়ার’ খেলা চলছে। দেশের তারকা অফস্পিনার মনে করেন, পাক ক্রিকেটে অস্থিরতা তৈরি হওয়ায়, তার প্রভাব পড়ছে দলের উপরে, ক্রিকেটারদেরও।
অশ্বিন বলেছেন, ''পাকিস্তান ক্রিকেট যে অবস্থায় রয়েছে, সেটা দেখে আমার কষ্টই লাগে। একসময়ে এই পাকিস্তান ক্রিকেটে দুর্দান্ত সব ক্রিকেটার ছিল।''
এখন আর সেই অবস্থা নেই। তবুও দুই দেশ মুখোমুখি হলেই আবেগের বিস্ফোরণ ঘটে। অশ্বিন বলছেন, ''ভারত-পাক ক্রিকেট খেললে সেখানে উত্তাপ থাকেই। রাজনৈতিক অবস্থানের জন্যই এটা হয়। একজন ক্রিকেটার হিসেবে আমি বলব, পাকিস্তান ক্রিকেটে দক্ষতার অভাব নেই।''
এক নিঃশ্বাসে অশ্বিন বলছেন, ''সত্যি সত্যি মিউজিক্যাল চেয়ার খেলা হচ্ছে। ২০২৩ বিশ্বকাপে হারের পরে বাবর নেতৃত্ব হারায়। এরপর শাহিন আফ্রিদিকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়। পাকিস্তান ঘরের মাটিতেই দীর্ঘদিন টেস্ট ম্যাচ জেতেনি। প্রায় তিন বছর হয়ে গিয়েছে পাকিস্তান ঘরের মাটিতে টেস্ট ম্যাচ জেতেনি। দলের মধ্যে অস্থিরতা তৈরি হলে ক্রিকেটাররা কীভাবে খেলবে?''
