আজকাল ওয়েবডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে এবার বিরাট কোহলির পোস্টের উত্তর দিলেন রবিচন্দ্রন অশ্বিন। ভারতীয় স্পিনারের অবসরের পর আবেগঘন পোস্ট করেছিলেন বিরাট। ‘ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি’ আখ্যা দিয়ে অশ্বিনের ম্যাচজয়ী পারফরম্যান্সের প্রশংসা করেন বিরাট। অশ্বিনও পোস্টে উত্তর দিয়ে কোহলিকে জানান, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বক্সিং ডে টেস্টের সময় তিনি ‘স্পিরিটে কোহলির পাশে থাকবেন। অশ্বিনের অবসরের পরে কোহলি সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট শেয়ার করেছিলেন।
সেখানে অশ্বিনের টেস্ট ক্রিকেটে অবিস্মরণীয় অবদানের কথা উল্লেখ করেন। জবাবে অশ্বিন শুধু কৃতজ্ঞতাই প্রকাশ করেননি, বরং ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে তাঁদের ঐতিহাসিক জুটির কথা স্মরণ করিয়েছেন। সেই মুহূর্তটি এখনও ভারতীয় ক্রিকেটপ্রেমীদের স্মৃতিতে অমলিন। ব্রিসবেন টেস্টে ভারতের লড়াই করে ড্র করার পর সিরিজ বর্তমানে ১-১ সমতায় রয়েছে। আগামী বক্সিং ডে টেস্টের গুরুত্ব অনেক বেড়ে গেছে। প্রথম টেস্টে শতরানের পর বিরাট কোহলি ব্যাট হাতে অফ ফর্মে রয়েছেন। কিন্তু তাঁর প্রতি অশ্বিনের বার্তা আত্মবিশ্বাস বাড়াবে বিরাটের।
প্রসঙ্গত, অশ্বিনের অবসর ঘোষণার আগে, ব্রিসবেন টেস্ট চলাকালীন ডাগআউটে কোহলি ও অশ্বিনের আবেগঘন আলিঙ্গন জল্পনার সৃষ্টি করেছিল। পরে কোহলি জানান, অশ্বিন তাঁকে আগে থেকেই অবসরের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। উল্লেখ্য, বিজিটির মাঝেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা জানিয়েছেন অশ্বিন। ফিরে এসেছেন চেন্নাইতেও। জানিয়েছেন, বর্তমানে আইপিএল এবং ঘরোয়া ক্রিকেটে খেলবেন তিনি।
