আজকাল ওয়েবডেস্ক: এজবাস্টনে ম্যাচ জিতে উঠে ভারত অধিনায়ক শুভমান গিলের হুঙ্কার, ''ম্যাচের আগেও বলেছি, ইতিহাস ও পরিসংখ্যানে আমার বিশ্বাস নেই। এই মাঠে আমরা আগে ৮টি টেস্ট জিততে পারিনি, কিন্তু ম্যাচগুলি ছিল ৫৬ বছর ধরে। বিভিন্ন সময়ে বিভিন্ন দল এসেছে। এখানে সফরে আসা সেরা দল আমরাই এবং ওদেরকে হারানোর সামর্থ্য আমাদের আছে।'' 

জমে গিয়েছে পাঁচ ম্যাচের ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ। সিরিজের ফলাফল এখন ১-১। লর্ডসে টেস্টে ভারতীয় দলে পরিবর্তন আসতে চলেছে। খুব সম্ভবত প্রসিদ্ধ কৃষ্ণাকে বসানো হবে। প্রসিদ্ধ কৃষ্ণা নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি টেস্টে। প্রথম টেস্টে রান খরচ করেছেন। দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে উইকেট পাননি তিনি। দ্বিতীয় ইনিংসে নেন একটি উইকেট। এর পর তৃতীয় টেস্টে প্রথম একাদশে হয়তো থাকবেন না প্রসিদ্ধ কৃষ্ণা। দলে ঢুকতে পারেন জশপ্রীত বুমরাহ। 

মার্টিন গাপ্তিলের সেই লম্বা থ্রোয়ে ধোনি রান আউট হওয়ার পর থেকেই তাঁকে খুঁজছি। কথায় বলে, বেটার লেট দ্যান নেভার। অবশেষে কাল যখন তাপস বৈশ্যর সঙ্গে কথা হল, ততক্ষণে ধোনির জন্মদিন শেষ হতে চলেছে। তাপস বৈশ্য জুড়ে দিলেন ধোনি আর সৌরভকে নিয়ে গল্প। আজ আবার সৌরভ গাঙ্গুলির জন্মদিন। দুই ভারত অধিনায়কের সঙ্গে জুড়ে গিয়েছে বাঙালি বোলারের নাম।