আজকাল ওয়েবডেস্ক: আইপিএলের মেগা নিলামে উঠবেন ঋষভ পন্থ, কেএল রাহুল, শ্রেয়স আইয়ার। কোটিপতি লিগের ইতিহাসে এর আগে কোনও নিলামে এত ভারতীয় তারকাদের পাওয়া যায়নি। তাই এবারের নিলাম সমস্ত অঙ্ক ছাপিয়ে যেতে পারে। এমনই আশা করছেন আইপিএলের সঙ্গে যুক্ত কর্তারা। এই তিন তারকা ছাড়াও থাকবেন অর্শদীপ সিং, ওয়াশিংটন সুন্দর, মহম্মদ সিরাজ এবং মহম্মদ সামি। এদের সবারই দর উঠবে। তবে দু'দিনব্যাপী নিলামে সবার নজর থাকবে পন্থের দিকে। রিটেনশনের জন্য ৭৫ কোটি বরাদ্দ করা হয়েছিল। অনেকেই পার্সের অধিকাংশ টাকা শেষ করে ফেলেছে। ফলে বাকি ১৫ জনের পেছনে ন্যূনতম টাকা খরচ করতে পারবে তাঁরা। তবে পাঞ্জাব কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পার্সে সবচেয়ে বেশি অর্থ আছে। ১১০.৫ কোটি রয়েছে পাঞ্জাবের কাছে। ৮৩ কোটি রয়েছে বেঙ্গালুরুর। অর্থাৎ পন্থকে পেতে নিঃসন্দেহে আসরে নামবে দুই দল। এর আগে কোনও নিলামের পুলে তিনজন আইপিএল অধিনায়ককে দেখা যায়নি।
পন্থের দিল্লি ছাড়ার পেছনে কারণ অবশ্য অন্য। নেতৃত্ব দিতে চেয়েছিলেন তিনি। তাতে খুব একটা আগ্রহ দেখায়নি দিল্লি ম্যানেজমেন্ট। এছাড়াও হেড কোচ হেমাঙ্গ বাদানি এবং টিম ডিরেক্টর ভেনুগোপাল রাওয়ের ভূমিকায় খুশি ছিলেন না ঋষভ। অন্যদিকে আর্থিক সমস্যার জন্যই কেকেআর ছাড়েন শ্রেয়স আইয়ার। তিনি মনে করেন, আইপিএল জয়ী অধিনায়ক হিসেবে ১২.২৫ কোটি আর্থিক চুক্তির থেকে বেশি অর্থ প্রাপ্য তাঁর। কেএল রাহুলের ক্ষেত্রে টি-২০ তে তাঁর ব্যাট করার ধরন পছন্দ নয় লখনউ সুপার জায়ান্টসের কর্তাদের। তবে মনে করা হচ্ছে আইপিএলের নিলামের যাবতীয় রেকর্ড ভেঙে দেবেন পন্থ। প্রত্যেক দু'বছর অন্তর নতুন অধিনায়ক পেতে ঝাঁপায় পাঞ্জাব। তাঁদের নজরে ঋষভ থাকলে, নতুন রেকর্ড হওয়ার সম্ভাবনা প্রবল। ফ্র্যাঞ্চাইজির এক কর্তা জানান, 'ঋষভের আসল দর শুরু হবে ২০ কোটি থেকে। তিনটে দল ওর জন্য বড় দর হাঁকাতে পারে। পাঞ্জাব সুপার কিংসের নতুন অধিনায়ক এবং ব্র্যান্ড দরকার। আরসিবি এবং এলএসজিরও নতুন অধিনায়ক প্রয়োজন। গুজরাট টাইটানসের ক্যাপ্টেন দরকার নেই, তবে ওদের পার্সে ভাল অর্থ আছে।' ইন্ডাস্ট্রির লোকজন মনে করছে, ২৫ থেকে ৩০ কোটির মধ্যে দর উঠবে পন্থের।
