আজকাল ওয়েবডেস্ক: এশিয়া কাপে ভারত–পাকিস্তান ম্যাচে একের পর এক বিতর্ক দেখা দিয়েছিল। যে বিতর্কের রেশ এখনও কাটেনি। এরই মধ্যে মহিলাদের একদিনের বিশ্বকাপে নতুন বিতর্ক উস্কে দিয়েছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক সানা মির। বাংলাদেশ–পাকিস্তান ম্যাচে ধারাভাষ্য দেওয়ার সময় হঠাৎ ‘আজাদ কাশ্মীর’ প্রসঙ্গ তোলেন তিনি। বিতর্ক তৈরি হওয়ায় নিজের মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন মির।
পাকিস্তানের মহিলা দলের প্রাক্তন অধিনায়কের বক্তব্য, নাতালিয়া পারভেজের প্রসঙ্গে বলতে গিয়েই ‘আজাদ কাশ্মীর’ শব্দ ব্যবহার করেছেন তিনি। তিনি সোশ্যাল মিডিয়ায় বলেছেন, ‘তাঁর নেতৃত্বে খেলা কয়েক জন ক্রিকেটার পাকিস্তানের বিশ্বকাপ দলে রয়েছেন। সে সময় তাঁদের বয়স কম ছিল। এবার যোগ্যতা অর্জন পর্ব খেলে বিশ্বকাপের মূলপর্বে এসেছে পাকিস্তান। এই দলেও বেশ কয়েক জন কমবয়সী খেলোয়াড় রয়েছেন। যেমন নাতালিয়া কাশ্মীর বা তাঁদের কাছে আজাদ কাশ্মীরের ক্রিকেটার। নাতালিয়া ক্রিকেটের জন্য কাশ্মীর ছেড়ে লাহোরে এসেছিল।’
আরও পড়ুন: সেই চেনা আগ্রাসন, ইংল্যান্ড সিরিজের পারফরম্যান্স কাজে দিয়েছে, জানালেন এই পেসার
মিরের যুক্তি, নাতালিয়া দেশের কোন অংশ থেকে উঠে এসেছেন তা বোঝাতেই ‘আজাদ কাশ্মীর’ শব্দটি ব্যবহার করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তিনি আরও বলেছেন, ‘বিষয়টা নিয়ে যেভাবে হইচই করা হচ্ছে, তা দুর্ভাগ্যজনক। এর ফলে খেলার সঙ্গে জড়িত ব্যক্তিদের অপ্রয়োজনীয় চাপের শিকার হতে হচ্ছে। অত্যন্ত দুঃখের যে, সাধারণ মানুষকেও ব্যাখ্যা দিতে হচ্ছে। একজন ক্রিকেটার কোথা থেকে উঠে এসেছে, সেটাই বোঝাতে চেয়েছিলাম। তাকে কতটা প্রতিকূলতার সঙ্গে লড়াই করতে হয়েছে, বোঝাতে চেয়েছিলাম। ধারাভাষ্যকাররা এমন তথ্য দিয়েই থাকেন। আমি অন্য দুই ক্রিকেটারের প্রসঙ্গেও বলেছি। তারা কোথা থেকে উঠে এসেছে বলেছি। দয়া করে এর মধ্যে রাজনীতি খুঁজবেন না। আমরা খেলা, দল এবং ক্রিকেটারদের ব্যাপারে কথা বলি। অনুপ্রেরণামূলক কোনও গল্প থাকলে দর্শকদের বলার চেষ্টা করে ধারাভাষ্যকাররা। কাউকে আঘাত করার কোনও অভিপ্রায় ছিল না আমার।’
তবে এটা ঘটনা মিরের ‘আজাদ কাশ্মীর’ মন্তব্যে রাজনীতির ছোঁয়া পেয়েছিলেন ক্রিকেটপ্রেমীদের একাংশ। সদ্য সমাপ্ত এশিয়া কাপে ভারত–পাকিস্তান ম্যাচের আগে, খেলা চলাকালীন এবং পরে বার বার রাজনীতি জড়িয়ে পড়েছে। কখনও দুই দলের ক্রিকেটাররা, কখনও বা বোর্ড কর্তারা রাজনৈতিক মন্তব্য করেছেন। শেষে রাজনৈতিক কারণেই ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব–সহ গোটা ভারতীয় দল পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভির কাছ থেকে ট্রফি নিতে অস্বীকার করেন।
প্রসঙ্গত, আগামী রবিবার মহিলাদের একদিনের বিশ্বকাপে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। কলম্বোয় সেই ম্যাচের আগে মির কিন্তু বিতর্ক বাড়িয়েই তুললেন।
