আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজমকে নিয়ে খোদ পাকিস্তানেই মিশ্র প্রতিক্রিয়া। একসময়ে ফ্যাব ফোরের সঙ্গে একই ব্র্যাকেটে থাকতে তিনি। সেই বাবর আজম এখন অনেকটাই দূরে সরে গিয়েছেন। তবুও পাকিস্তানে বাবর আজম এখনও তারকা হিসেবে সমাদৃত। সেই
তারকা পাক ব্যাটার মেজাজ হারিয়ে পেলেন বড় সড় শাস্তি। তাঁর ম্যাচ ফি-র দশ শতাংশ কেটে নেওয়া হয়েছে।
রবিবার রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হয়েছিল পাকিস্তান ও শ্রীলঙ্কার তৃতীয় ও শেষ ওয়ানডে। সেই ম্যাচে তিনি আউট হওয়ার পরে ব্যাট দিয়ে আঘাত করে বসেন স্টাম্পে। শৃঙ্খলাজনিত এই কারণের জন্য বাবরের উপরে নেমে এসেছেন শাস্তির খাঁড়া ঘা।
আইসিসি-র আচরণবিধির লেভেল ওয়ান ভাঙায় ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে পাক তারকাকে।
আইসিসি-র খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের আচরণবিধির ২.২ অনুচ্ছেদ ভঙ্গের দায়ে বাবরকে দোষী সাব্যস্ত করা হয়েছে।
এ ছাড়াও একটি ডিমেরিট পয়েন্টও যোগ করা হয়েছে।
পাকিস্তানের ইনিংসের ২১-তম ওভারের ঘটনা। বাবর আউট হয়ে ক্রিজ ছাড়ার আগে স্টাম্পে আঘাত করেন ব্যাট দিয়ে।
বাবর আজম অবশ্য নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন। শাস্তিও মেনে নেন তিনি। সেই কারণে বাবরের আনুষ্ঠানিক শুনানির আর দরকার পড়েনি।
শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে ৮৩টি ইনিংস ও ৮০৭ দিন পরে আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি করেন বাবর আজম।
সাধারণত লেভেল-১ ভাঙার শাস্তি হিসেবে ম্যাচ ফির সর্বোচ্চ ৫০ শতাংশ জরিমানা এবং একটি বা দুটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়।
শাস্তি বাদ দিলে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ বেশ ভালই গিয়েছে বাবর আজমের। তিনটি ম্যাচে ১৬৫ রান করেন পাক তারকা। দ্বিতীয় ওয়ানডেতে বাবর ১০২ রানে অপরাজিত ছিলেন। পাকিস্তান ঘরের মাঠে শ্রীলঙ্কাকে ৩–০-এ সিরিজ হারায়।
