আজকাল ওয়েববেস্ক: ঘণ্টায় দেড়শো কিমি গতিতে বল করে নর কেড়েছিলেন। ২০২৩ সালে পাকিস্তান সুপার লিগে দুর্দান্ত পারফরম্যান্সের পরে জাতীয় দলেও ডাক পান ইহসানউল্লাহ। সেই তিনিই এবার পিএসএল থেকে সরে দাঁড়ালেন। পাকিস্তান সুপার লিগে তিনি দল পাননি। সেই কারণে অবসর ঘোষণা করেন পাক ক্রিকেটার।
ভুল চিকিৎসা, নিকট লোকেরা সরে গিয়েছিলেন তাঁর কাছ থেকে। তাঁর জীবনও বদলে যায়।
২০২৩ সালের পিএসএলে মুলতান সুলতানের হয়ে খেলেন ইহসানউল্লাহ। ১৪টি ম্যাচে ২৩টি উইকেট দখল করেন এই পাক বোলার। দেড়শো কিলোমিটার গতিতে বল করেন। জাতীয় দলে ডাক পান পান ২৩ টি। বল করেন ১৫০ কিলোমিটার গতিতে। ইহসানউল্লাহ ডাক পান জাতীয় দলে। কিন্তু সেই তিনিই পিএসএল থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন।
ইহসানউল্লাহকে বলতে শোনা গিয়েছে, ''আমি পিএসএল বয়কট করছি, অবসর নিচ্ছি। আমাকে কোনও দিন পিএসএল খেলতে আর দেখা যাবে না। আমি আর কোনও দিন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলব না। ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্স তুলে ধরে পাকিস্তানের হয়ে খেলতে চাই।''
পাকিস্তান সুপার লিগের কোনও দল তাঁর সঙ্গে যোগাযোগই করেনি। হতাশ ইহসানউল্লাহ আরও বলেন, ''আমার সঙ্গে কেউ যোগাযোগই করেনি। এই দুনিয়াটাই স্বার্থপর।''
