আজকাল ওয়েবডেস্ক: তীরে এসে তরী ডুবল। এছাড়া আর কীভাবেই বা ইস্টবেঙ্গলের শিল্ড হাতছাড়া হওয়া ব্যাখ্যা করা যায়। দাঁতে দাঁত চেপে লড়লেন অস্কার ব্রুজোঁর ছেলেরা। প্রথমে গোল করে এগিয়েও যায় লাল-হলুদ। সহজ সুযোগ নষ্ট করেন বিপিন। হামিদ আহদাদ গোল করলেও তাঁর শট পোস্টে লেগে প্রতিহত হয়। গোলগুলো হয়ে গেলে ইস্টবেঙ্গল হয়তো হাসতেও পারত শনিরাতে।
ম্যাচ হারার গ্লানি নিয়ে জয় গুপ্তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন গতরাতে। রবিসকালে ফেসবুকে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোঁও পোস্ট করে জানালেন তাঁর কথা। লাল-হলুদ কোচ সমর্থকদের উদ্দেশ্য করে লিখেছেন, ''শ্যুটআউট, কিন্তু যা সত্যি এবং গুরুত্বপূর্ণ, তা হল খেলার আগে, খেলার সময়ে এবং খেলার পরে তোমাদের সবার কাছ থেকে আমরা যে অটুট সমর্থন পেয়েছি। পাশে থাকার শত শত বার্তা পেয়েছি আমি তা তোমাদের ক্লাসের প্রমাণ দেয়।
আরও পড়ুন: গিলকে বদলি করা কেবল একটা ভুল নয়, আরও এক ভুল করেছিলেন অস্কার, তার জন্য আক্ষেপ করতেই পারেন
দলের সঙ্গে তোমাদের অবিশ্বাস্য ঐক্য এবং পরিচয় আমাদের কাছে সবকিছু। গতরাতে সেই পরিচয় দিয়েছ তোমরা। আমরা আরও কঠোর পরিশ্রমের সঙ্গে তোমাদের আনুগত্য সঙ্গে নিয়ে ফিরে আসার প্রতিশ্রুতি দিচ্ছি।
আমাদের অগ্রগতি এবং বৃদ্ধি দেখার জন্য এবং আমরা যে ইমারত তৈরি করতে শুরু করেছি তাতে বিশ্বাস রাখার জন্য তোমাদের ধন্যবাদ। আমরা এই বেদনা-কষ্টকে কাজে লাগাব। আবার একসঙ্গেই আমরা ফিরে আসব। জয় ইস্টবেঙ্গল।''
ঘুরে দাঁড়ানোর বার্তা দিলেন অস্কার। শিল্ড শেষ। এবার পাখির চোখ সুপার কাপ। মাণ্ডবী তীরে সেই লড়াই সহজ হবে না। ইস্টবেঙ্গল ও মোহনবাগান একই গ্রুপে রয়েছে। ফলে ৩১ অক্টোবর ফের ডার্বি দেখবে ভারতীয় ফুটবল।
১৯ অক্টোবর, ২০২৪। অস্কার ব্রুজোঁ সাতসকালে শহরে পা রেখেই সন্ধ্যায় নেমে পড়েছিলেন ডার্বিতে। কার্লেস কুয়াদ্রাত দলকে ডুবিয়ে দিয়ে লাল-হলুদের চাকরিতে ইস্তফা দিয়েছিলেন। অস্কার এসে বসেন লেসলি ক্লডিয়াস সরণীর ক্লাবের হটসিটে।
ইস্টবেঙ্গলের ডাগ আউটে প্রথম ডার্বির অভিজ্ঞতা ভাল ছিল না স্প্যানিশ মায়েস্ত্রোর। আইএসএলের মহাম্যাচ মোহনবাগান ২-০ গোলে খুব সহজেই জিতে নিয়েছিল সেদিন।
১৮ অক্টোবর, ২০২৫। একবছর আগের দিন আর আজ যেন একই বিন্দুতে এসে মিশে গেল। গত বছরের ১৯ অক্টোবর ও চলতি বছরের ১৮ অক্টোবর হারই দস্তুর হয়ে ধরা দিল অস্কারের কাছে। শনিবার শিল্ড ফাইনালে ফের হারতে হল ইস্টবেঙ্গলকে। তবে সমর্থকরা মনে রাখবেন লাল-হলুদের দাঁতে দাঁত চেপে লড়াইয়ের কথা। এই লড়াই আগামিদিনের পাথেয় লেসলি ক্লডিয়াস সরণীর ক্লাবের কাছে। নতুন এক সকালের খোঁজে অস্কার।
আরও পড়ুন: অন্ধকার থেকে আরও অন্ধকারে রোহিত, হিটম্যানের হাতে আর দুটো ম্যাচ...
