আজকাল ওয়েবডেস্ক: ইস্টবেঙ্গলের জার্সিতে তাঁর প্রথম ম্যাচ ছিল শিল্ডে। শ্রীনিধি ডেকানের বিরুদ্ধে অভিষেক ম্যাচেই গোল পেয়েছিলেন জয় গুপ্তা। সেই জয় গুপ্তাই শিল্ড ফাইনালে পেনাল্টি নষ্ট করে বসলেন। আসল সময়ে তাঁর বাঁ পা বিশ্বাসঘাতকতা করল। পেনাল্টি স্পট থেকে নেওয়া তাঁর শটটা শরীর ছুড়ে বাঁচালেন মোহনবাগান গোলকিপার বিশাল কাইথ। ম্যাচটা ছিটকে গেল সেখানেই।
পেনাল্টি শুট আউটের আগে দেবজিৎ মজুমদারকে নামানোটাও ব্যুমেরাং হয়ে ফিরল না! আগেই ডুরান্ড কাপ হাত থেকে ছিটকে গিয়েছিল। এবার শিল্ডও হাতছাড়া হল। খেলার শেষে জয় গুপ্তা অবশ্য পেনাল্টি নষ্টের সব দায় নিজের কাঁধে নিয়ে নিলেন। সোশ্যাল মিডিয়ায় জয় গুপ্তা লিখেছেন, ''সমর্থক, ক্লাব এবং যারা ইস্টবেঙ্গলের পাশে রয়েছেন, তাঁদের সবাইকে আমি বলতে চাই, পেনাল্টি নষ্ট করার সব দায় আমি নিচ্ছি। এরকম ইতিহাস সমৃদ্ধ, প্যাশন নির্ভর একটা ক্লাবের খেলোয়াড় হিসেবে বুঝতে পারি সেই মুহূর্তটা প্রতিটি ফ্যান, সতীর্থ ও পরিবারের সদস্যদের কাছে কী বেদনারই না ছিল। এই ধরনের মুহূর্ত খুবই দুঃখের, কষ্টের। কোনও শব্দই ইস্টবেঙ্গল সমর্থকদের আজকের রাতের হতাশা দূর করতে পারে না। আমাকে পরিষ্কার করে বলতে দিন, এই বিপর্যয় মোটেও আমাকে কাঁপাচ্ছে না। এই হার যে দুঃখ-বেদনা দিয়েছে, প্রচণ্ড পরিশ্রম করে এবং দায়বদ্ধতা প্রদর্শন করে আমি সবটা পুষিয়ে দেব। একটা মিসের প্রতিদান হিসেবে দশটা খেতাব দেব ক্লাবকে। এটাই আমার প্রতিশ্রুতি। এটাই আমার উদ্দেশ্য।''
আরও পড়ুন: মোলিনার কাছে সুপার কাপের ডার্বি জয়ের আবদার শুরু, সমর্থকদের বিশেষ বার্তা বিশালের...
