আজকাল ওয়েবডেস্ক: আজ থেকে দশ বছর আগে ২০১৪ সালে ক্রিকেটের জগতে জন্ম হয়েছিল ‘ফ্যাব ফোর’ শব্দটির। আধুনিক যুগের ক্রিকেট যাঁরা দেখেন তাঁদের কাছে ২০১৪ সাল একটা স্মরণীয় বছর। চার দেশের চার ক্রিকেট তারকার একসঙ্গে উত্থানের বছর। টেস্ট ক্রিকেটে অবিস্মরণীয় ভাবে উত্থান হয়েছিল বিরাট কোহলি, স্টিভ স্মিথ, জো রুট এবং কেন উইলিয়ামসনের। সম্মিলিতভাবে ‘ফ্যাব ফোর’ নামে পরিচিত এই চার ব্যাটার তাদের ধারাবাহিকতা, দক্ষতা এবং চাপের মধ্যে পারফর্ম করার ক্ষমতার মাধ্যমে আধুনিক ক্রিকেটের ব্যাটিংকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছেন।
২০১৪ সালে ‘ফ্যাব ফোর’ শব্দটি তৈরি করেছিলেন নিউজিল্যান্ডের প্রয়াত ক্রিকেট কিংবদন্তি মার্টিন ক্রো। সেই সময়ে তথাকথিত এই তরুণ ব্যাটারদের অসাধারণ প্রতিভাকে স্বীকৃতি এই শব্দবন্ধ ব্যবহার করেছিলেন তিনি। চার ব্যাটারের মধ্যে সেই সময় থেকেই ছিল তার ধরনের গুণ। সেই সময়ে ভারতের টেস্ট দলের অধিনায়কত্ব সদ্য পেয়েছিলেন কোহলি। ব্যাটিংয়ে আক্রমণাত্মক এবং নির্ভীক দৃষ্টিভঙ্গি নিয়ে এসেছিলেন, রান তাড়া করে জেতার মানসিকতায় ছিলেন দুর্দান্ত। অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ তার অপ্রথাগত কৌশলের জন্য পরিচিত ছিলেন। সঙ্গে ছিল চাপের মধ্যে রান করার অসাধারণ ক্ষমতা। ইংল্যান্ডের জো রুট ঐতিহ্যবাহী কৌশলকে আধুনিক ফ্লেয়ারের সাথে একত্রিত করেছিলেন।
যা তাঁকে সব ধরনের কন্ডিশনে ধারাবাহিক ভাবে রান করার ক্ষমতা দিয়েছে। পাশপাশি, নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন তাঁর শান্ত আচরণ এবং পাঠ্যপুস্তক শৈলীর জন্য বিশ্ব ক্রিকেটে পরিচিতি পয়েছেন। ফ্যাব ফোরের চার সদস্যই একই সময়ে নিজ নিজ দেশের অধিনায়কত্ব করেছেন। বর্তমানে ব়্যাঙ্কিং দেখতে গেলে ফ্যাব ফোরের মধ্যে এক নম্বরে রয়েছেন জো রুট। শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি টেস্ট ম্যাচে ঝকঝকে শতরান করেছেন তিনি। চারজনের মধ্যে সবথেকে বেশি টেস্ট শতরানও রয়েছে রুটের দখলে। ২০২১ সালের শুরু পর্যন্ত এই রেকর্ড ছিল বিরাট কোহলির দখলে।
