আজকাল ওয়েবডেস্ক: কলকাতার দমদম এলাকায় এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠল। এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার সন্ধ্যায় সপ্তম শ্রেণির ওই ছাত্রী টিউশনে গিয়েছিল তখন ঘটনাটি ঘটে। অভিযুক্তদের নাম সঞ্জু সাহা, ভিকি পাসওয়ান এবং রাজেশ পাসওয়ান।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতার বয়স ১৪ বছর। অভিযোগকারীণী পুলিশকে জানিয়েছে, অভিযুক্তদের এক জনকে সে চিনত। তাঁরা কিছুক্ষণের জন্য একটি পার্কে ছিল। তারপরে আরও দু’জন এসে তাঁদের সঙ্গে যোগ দেয়। এরপর তিন অভিযুক্ত তাকে জোর করে একটি ই-রিকশায় চাপিয়ে মতিলাল কলোনির একটি বাড়িতে নিয়ে যায়। সেই বাড়িতেই তাকে নির্যাতন করা হয় এবং গণধর্ষণ করা হয় বলে অভিযোগ।
পুলিশ জানিয়েছে, মেয়েটি কোনওভাবে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয় এবং রাতে আলুথালু অবস্থায় বাড়ি ফিরে আসে। এরপর সে তার বাবা-মাকে গোটা ঘটনাটি জানায়। এর পর পরিবারের লোকজন দমদম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
তদন্তে নেমেই পুলিশ তিন অভিযুক্তকেই গ্রেপ্তার করেছে। ধৃতদের বিরুদ্ধে যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা (পকসো) আইন এবং ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-এর বিভিন্ন ধারায় অভিযোগ দায়ের করেছে। যার মধ্যে গণধর্ষণ এবং জোরপূর্বক আটকে রাখার অভিযোগও রয়েছে। ধৃতদের মধ্যে সঞ্জুকে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। বিকি এবং রাজেশকে একদিনের বিচার বিভাগীয় হেফাজতে রাখা হয়েছে।
রবিবার সকালে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিতে স্থানীয় বিজেপি কর্মীরা দমদম থানার বাইরে বিক্ষোভ প্রদর্শন করেন।
