আজকাল ওয়েবডেস্ক: ধ্বংসের অস্ত্র নিয়ে যেন প্রতিযোগীতা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, আমেরিকা কয়েক দশক ধরে এই কাজ থেকে বিরত থাকলেও, তলায় তলায় কাজ চালিয়ে যাচ্ছে পাকিস্তান। পাকিস্তান, পরীক্ষা চালাচ্ছে পরমাণু বোমা নিয়ে।

 

পরমাণু বোমা নিয়ে এই ভয় ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছিল ভারত-পাক সংঘর্ষের সময়। দু'দেশের কাছেই মজুদ রয়েছে পরমাণু বোমা। সে সময় যে কোনও মুহূর্তে যে কোনও দেশ পরমাণু বোমা নিক্ষেপ করতে পারে, এই আতঙ্ক ছড়িয়েছিল ব্যাপক হারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে সময় তড়িঘড়ি করে দু'দেশের সংঘর্ষ থামাতে তৎপর হয়েছিলেন বলে দাবি করেছেন বহুবার। মাঝের সময়ে ট্রাম্পের মুখে আবার বারবার পাকিস্তানের প্রশস্তি শোনা গিয়েছে। তবে এবার কি সুর উলটো?

মার্কিন প্রেসিডেন্ট বলছেন, যদিও তিন দশকেরও বেশি সময় ধরে আমেরিকা পরমাণু পরীক্ষা থেকে বিরত ছিল, পাকিস্তান-সহ বেশ কয়েকটি দেশ, ভূগর্ভস্থ পারমাণবিক পরীক্ষা চালিয়ে যাচ্ছে, কাউকে কিছু জানতে না দিয়ে। সম্প্রতি এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, পাকিস্তান গোপনে পারমাণবিক অস্ত্র পরীক্ষা করছে। তিনি আরও বলেন যে রাশিয়া, চীন এবং উত্তর কোরিয়া-সহ অন্যান্য শক্তির সঙ্গে 'তাল মিলিয়ে' যুক্তরাষ্ট্র তাদের নিজস্ব পারমাণবিক অস্ত্র পরীক্ষা পুনরায় শুরু করবে। 

সিবিএস-এর রবিবার সিবিএস নিউজের ৬০ মিনিটস-এ দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, 'যদিও যুক্তরাষ্ট্র তিন দশকেরও বেশি সময় ধরে পরীক্ষা চালানো থেকে বিরত ছিল, তবুও পাকিস্তান সহ বেশ কয়েকটি দেশ বিশ্বব্যাপী নজরদারির বাইরে ভূগর্ভস্থ পারমাণবিক পরীক্ষা চালিয়ে যাচ্ছে।' এখানেই শেষ নয়, তারপরেই মার্কিন প্রেসসিডেন্ট বলেন, 'আমরা পরীক্ষা করতে যাচ্ছি, কারণ তারা পরীক্ষা করছে। এবং অবশ্যই উত্তর কোরিয়া পরীক্ষা করছে। পাকিস্তান পরীক্ষা করছে। ' ট্রাম্পের মতে, ওই দেশগুলি যেভাবে পরমাণু পরীক্ষা করছে, তাতে অন্যান্য দেশগুলি বুঝতেই পারছে না, কারণ পরীক্ষা চলছে মাটির নীচে। কেবল অল্প কম্পনের বেশি কিছু অনুভূত হচ্ছে না। 

অন্যান্য দেশগুলির কার্যকলাপ জানিয়ে দেওয়ার পরেই, ট্রাম্প জানিয়েছেন নিজের দেশের পরিকল্পনার কথা। তিনি জানিয়েছেন, মার্কিন পারমাণবিক পরীক্ষার উপর ৩০ বছরের স্থগিতাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়ে ট্রাম্প বলেন, ওয়াশিংটন "একমাত্র দেশ" হিসেবে পিছিয়ে থাকতে পারে না। একইসঙ্গে ট্রাম্প দাবি করেছেন যে আমেরিকার কাছে 'অন্য যেকোনও দেশের তুলনায় বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে' এবং তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কাছে পারমাণবিক নিরস্ত্রীকরণের বিষয়টি উত্থাপন করেছেন। তিনি বলেন, 'আমাদের কাছে বিশ্বকে ১৫০ বার উড়িয়ে দেওয়ার মতো পর্যাপ্ত পারমাণবিক অস্ত্র রয়েছে।' বৃহস্পতিবার, ট্রাম্প ইতিমধ্যেই ঘোষণা করেছিলেন যে মার্কিন পারমাণবিক পরীক্ষা অবিলম্বে পুনরায় শুরু করার প্রস্তুতি চলছে। তারপরেই এল বড় বার্তা।