আজকাল ওয়েবডেস্ক:‌ চোটের জন্য উইম্বলডন খেলতে পারেননি রাফায়েল নাদাল। আর জকোভিচ ফাইনালে হেরে যান আলকারাজের কাছে। এবার প্যারিস অলিম্পিকে পুরুষদের সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডের লড়াইয়ে জকোভিচের কাছে ১–৬, ৪–৬ ব্যবধানে হেরে গেলেন নাদাল। খেলা চলল মাত্র ১ঘণ্টা ৪৩ মিনিট। তৃতীয় রাউন্ডে চলে গেলেন জকোভিচ। 



এটা ঘটনা, নাদাল–জকোভিচ লড়াই দেখতে ফরাসি ওপেনের সেন্টার কোর্টে ভিড় করেছিলেন টেনিস প্রেমীরা। কিন্তু ১৪ বার ফরাসি ওপেন জয়ী নাদাল প্রত্যাশা পূরণ করতে পারলেন না। জকোভিচের বিরুদ্ধে লড়াইটাই করতে পারলেন না তিনি। অন্যদিকে জকোভিচ ছিলেন চেনা ছন্দে। প্রথম সেট মাত্র ৩৯ মিনিটে জিতে নেন জকোভিচ। পিছিয়ে পরার পরও নাদাল দ্বিতীয় সেটে লড়াই করলেন। কিন্তু তা যথেষ্ট ছিল না। নাদাল হারলেন ৪–৬ ব্যবধানে। দ্বিতীয় সেট চলল ১ ঘণ্টা ৪ মিনিট। 


মুখোমুখি লড়াইয়ে আপাতত জকোভিচ এগিয়ে রইলেন ৩১–২৯।