আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে চর্চা চলছেই। আদৌ ভারত অংশগ্রহণ করবে কিনা সেই নিয়ে এখনও প্রশ্নচিহ্ন রয়েছে। তারমধ্যেই ট্রফির ভবিষ্যৎ নিয়ে পাওয়া গেল বড় আপডেট। চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল হওয়ার কথা ছিল লাহোরে। কিন্তু ভারত যদি ফাইনালে ওঠে, তাহলে পাকিস্তান থেকে সরে যেতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল। ম্যাচটা সরিয়ে দুবাইয়ে নিয়ে যাওয়া হতে পারে। একটি সর্বভারতীয় সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী এমনই জানা যাচ্ছে। ভারতীয় দল যদি পাকিস্তানে খেলতে না যায়, তাহলে রোহিতরা তাঁদের সব ম্যাচ সংযুক্ত আরব আমিরশাহিতে খেলতে পারে। তবে এখনও চ্যাম্পিয়ন্স ট্রফির সমস্ত ম্যাচ পাকিস্তানে করার বিষয়ে আত্মবিশ্বাসী পিসিবি। কয়েকদিন আগেই বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি দাবি করেন, পাকিস্তানেই গোটা টুর্নামেন্ট হবে। জানান, সম্ভবত ভারতও অংশগ্রহণ করবে। নাকভি বলেন, 'ভারতীয় দলের আসা উচিত। আমার মনে হয় না ওরা পাকিস্তানে আসা বাতিল করবে। সব দল নিয়ে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি করার বিষয়ে আমরা আশাবাদী।' পিসিবির চেয়ারম্যানের দাবি, টুর্নামেন্টের আগেই শেষ হয়ে যাবে স্টেডিয়াম সংস্কারের কাজ। 

আগামী বছর ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার কথা। লাহোর, করাচি এবং রাওয়ালপিন্ডিতে খেলা হবে। দুই দেশের মধ্যে রাজনৈতিক সম্পর্কের জেরে এক দশকের বেশি কোনও দ্বিপাক্ষিক সিরিজ হয়নি। ২০০৮ সালের জুলাই মাসে শেষবার পাকিস্তান সফরে যায় ভারতীয় দল। তারপর থেকে শুধুমাত্র আইসিসি টুর্নামেন্টে মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। তবে ২০২৩ বিশ্বকাপ খেলতে ভারতে এসেছিলেন বাবর আজমরা। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারতীয় দল পাকিস্তানে যাবে কিনা সেই বিষয়ে এখনও নিশ্চিত নয়। সবটাই নির্ভর করছে কেন্দ্রীয় সরকারের ওপর। অনেক আগে থেকেই বল তাঁদের কোর্টে ঠেলে দেন বোর্ড সচিব জয় শাহ।