আজকাল ওয়েবডেস্ক: আগামী বিশ্বকাপে লিও মেসি খেলবেন আর্জেন্টিনার জার্সিতেক্রিশ্চিয়ানো রোনাল্ডোও খেলবেন পর্তুগালের জার্সিতেকিন্তু ব্রাজিলের জার্সিতে হয়তো দেখা যাবে না নেইমার জুনিয়রকে। ২০২৬ সালে বিশ্বকাপ খেলার স্বপ্ন হয়তো শেষ হয়ে গেল ব্রাজিলিয়ান তারকারনতুন করে চোটের কবলে নেইমার

ব্রাজিলীয় তারকার বাঁ হাঁটুমেনিসকাসের চোটের কবলে তিনি। এ বছর আর মাঠে নামতে পারবেন না নেইমার

ব্রাজিলিয়ান লিগে মিরাসলের বিরুদ্ধে স্যান্টোসের ম্যাচ ১-১ গোলে শেষ হয়। সেই ম্যাচে বাঁ হাঁটুতে অস্বস্তি বোধ করেন নেইমার। এই চোটের জন্যই ইন্টারন্যাসিওনালের বিরুদ্ধে ম্যাচে বিশ্রাম দেওয়া হয় নেইমারকেপরীক্ষাপর নেইমারের বাঁ হাঁটুর চোট নিশ্চিত হয়এই মরশুমে তিনি আর নামতে পারবেন না বলেই মনে হচ্ছে।

ব্রাজিলের হয়ে নেইমার ২০২৩ সালের অক্টোবরে শেষবার দেখা গিয়েছিলউরুগুয়ের বিরুদ্ধে সেই ম্যাচে বাঁ হাঁটুর এসিএল ছিঁড়ে গিয়েছিলএরপর আর আগের ফর্মে ফেরা হয়নিএবার পরিস্থিতি যে দিকে মোড় নিয়েছে তাতে নেইমার কি বিশ্বকাপে নামতে পারবেন?