আজকাল ওয়েবডেস্ক:‌ জমে উঠেছে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। পুরুষদের জ্যাভলিন থ্রোয়ের ফাইনালে উঠে গেলেন নীরজ চোপড়া। প্রথম চেষ্টাতেই যোগ্যতা অর্জনের ৮৪.৫ মিটার অতিক্রম করে যান গত বারের বিশ্বজয়ী। তিনি ছোড়েন ৮৪.৮৫ মিটার।

 

আরও পড়ুন:‌ ওমান ম্যাচে বিশ্রামে বুমরা?‌ আর কী কী বদল হতে পারে প্রথম একাদশে জানুন ...


যোগ্যতা অর্জন পর্বের গ্রুপ ‘এ’ থেকে নীরজ ছাড়া ফাইনালের যোগ্যতা অর্জন করেছেন জার্মানির জুলিয়ান ওয়েবার। তিনি দ্বিতীয় প্রচেষ্টায় ৮৭.২১ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়েছেন। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী ৮৪.৫ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়লে সরাসরি ফাইনালের যোগ্যতা অর্জন করবেন প্রতিযোগীরা। সব মিলিয়ে সেরা ১২ জনকে নিয়ে হবে ফাইনাল। ফলে ৮৪.৫ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়তে না পারলেও ফাইনালে ওঠার সুযোগ থাকবে। সে ক্ষেত্রে দুই গ্রুপ মিলিয়ে প্রথম ১২ জনের মধ্যে থাকতে হবে।

 

আরও পড়ুন:‌ এবার বিসিসিআইয়ের জাতীয় নির্বাচক কমিটিতে আসতে চলেছেন দেশের এই দুই প্রাক্তন ক্রিকেটার, তারা কারা জানুন... 


পুরুষদের জ্যাভলিন থ্রোয়ে এ বার চার জন ভারতীয় বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করছেন। গ্রুপ ‘এ’–তে নীরজের সঙ্গে রয়েছেন শচীন যাদব। গ্রুপ ‘বি’–তে রয়েছেন রোহিত যাদব এবং যশবীর সিং। তাঁদের অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের আশরাফ নাদিম।