আজকাল ওয়েবডেস্ক: চার বছর আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরও জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি। মাঠে খুব একটা দেখা না গেলেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে দেখা যায় তাঁকে। দুটো মাস ধোনিকে মাঠে দেখতে মুখিয়ে থাকেন ভক্তরাও। আসন্ন আইপিএলের জন্য এবার ধোনিকে চার কোটি টাকায় রিটেন করেছে চেন্নাই ফ্র্যাঞ্চাইজি। মাঠে সেভাবে দেখা না গেলেও মার্কেট ভ্যালুতে কোনও প্রভাব পড়েনি ধোনির। বরং ২০২৪ সালে মাঠের বাইরের মূল্য আরও বেড়েছে থালার।

 

সাম্প্রতিক এক রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, ২০২৪ সালের শুরুর দিকে ব্র্যান্ড এন্ডোর্সমেন্টে ধোনি বলিউডের দুই মহারথী অমিতাভ বচ্চন এবং শাহরুখ খানকেও ছাপিয়ে গিয়েছেন। ধোনি সম্প্রতি ইউরোগ্রিপ টায়ার্সের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়েছেন। এছাড়াও তিনি একাধিক বড় বড় ব্র্যান্ডের সঙ্গে যুক্ত। রিপোর্টে বলা হয়েছে, ২০২৪ সালের শুরু থেকে ধোনি মোট ৪২টি ব্র্যান্ডের সঙ্গে চুক্তি করেছেন। যা অমিতাভ বচ্চনের থেকে ১টি এবং বলিউডের বাদশা শাহরুখ খানের থেকে ৮টি বেশি।

 

প্রসঙ্গত, ২০২৩ সালে চেন্নাই সুপার কিংসকে তাদের পঞ্চম আইপিএল শিরোপা জেতানোর পর ধোনি অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ান। তাঁর জায়গায় নতুন অধিনায়ক হন রুতুরাজ গায়কোয়াড়। তবে প্রথম বারের অধিনায়কত্বে সিএসকে প্লে-অফে পৌঁছাতে ব্যর্থ হয়। ২০২৫ সালের আইপিএল মেগা অকশনের আগে ৪৩ বছর বয়সী মহেন্দ্র সিং ধোনিকে আনক্যাপড প্লেয়ার হিসেবে রিটেন করেছে চেন্নাই সুপার কিংস। পাশাপাশি, রিটেন করা হয়েছে, রুতুরাজ গায়কোয়াড়, রবীন্দ্র জাদেজা, মাথিশা পাথিরানা এবং শিভম দুবেকেও।