আজকাল ওয়েবডেস্ক: কোচিতে জেমি ম্যাকলারেনের দৌরাত্ম্যে মোহনবাগান লিগ শিল্ড জয়ের আরও কাছে। জোড়া গোলে নায়ক জেমি ম্যাকলারেন ম্যাচ জিতে ওঠার পরে সম্প্রচারকারী চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, “গোলে ফিরে স্বস্তি পেয়েছি, এ কথা বলব না। এখনও অনেক কাজ বাকি আছে আমাদের। তবে আমি আত্মবিশ্বাসী ছিলাম যে গোল আসবেই। প্রথম গোলটার পর আত্মবিশ্বাস আরও বেড়ে যায়।''
ম্যাচে হ্যাটট্রিকও পেতে পারতেন ম্যাকলারেন। দুটো গোলের মধ্যে দ্বিতীয় গোলটা অবিশ্বাস্য।
দ্বিতীয় গোলে জেসন কামিন্স তাঁকে যে গোলের পাস বাড়ান, তার প্রশংসা করে ম্যাকলারেন বলেন, ''দ্বিতীয় গোলটার ক্ষেত্রে কামিন্স বলটা অসাধারণ দিয়েছিল। ওর মতো ভাল খেলোয়াড় পাশে থাকলে কাজ অনেক সহজ হয়ে যায়। জেসন যে এত ভাল অ্যাসিস্ট করতে পারে, তা আমার আগে জানা ছিল না। একেবারে নিখুঁত বল বাড়িয়েছে।''
শুরুর দিকে কেরল আধিপত্য বিস্তার করার চেষ্টা করেছিল মোহনবাগানের উপরে। শুরুতেই একের পর এক আক্রমণ করে কেরল। কিন্তু মোহনবাগানের রক্ষণ ভাঙতে পারেনি তারা।
দলের প্রশংসা করে অস্ট্রেলীয় বিশ্বকাপার ম্যাকলারেন বলেন, ''কেরল ব্লাস্টার্স আমাদের উপর আধিপত্য বজায় রাখার চেষ্টা করেছিল। কিন্তু আমরা তা হতে দিইনি। চ্যাম্পিয়নদের এ রকমই খেলা উচিত। সব কিছুই ঠিকঠাক চলছে আমাদের। ফুটবল উপভোগ করছি আমরা। কেরলের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ হলেও প্রচুর সমর্থন পেয়েছি আমরা। সে জন্য সমর্থকদের ধন্যবাদ।''
