আজকাল ওয়েবডেস্ক: কলকাতা লিগে সবে দুটো ম্যাচ খেলেছে মহমেডান স্পোর্টিং। তৃতীয় ম্যাচের আগে আইএফএর কাছে একটি বিশেষ অনুরোধ কলকাতার তৃতীয় প্রধানের। কলকাতা লিগে ভূমিপুত্রের নিয়মে ছাড় চেয়ে আবেদন মহমেডানের। বর্তমানে প্লেয়ার রেজিস্ট্রেশনের ওপর ফিফা এবং ফেডারেশনের ব্যান রয়েছে। তারওপর ঘরোয়া লিগের জন্য দল গঠনের সময় চারজন ভূমিপুত্রের কথা মাথায় রেখে এগিয়েছে মহমেডান।‌ ভাবা হয়েছিল, আগের বছরের মতো এবারও সংখ্যা একই থাকবে। কিন্তু পরে সেটা বাড়িয়ে পাঁচ করা হয়। তারপর রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের অনুরোধে সেটা আরও বাড়িয়ে ছয় করা হয়েছে। যার ফলে বিপাকে পড়ে যায় মহমেডান। শেষমুহূর্তে সিদ্ধান্ত বদলে তাঁদের দলে এতজন ভূমিপুত্র নেই। তাই কলকাতা লিগের ম্যাচে দল গঠন করতে অসুবিধা হচ্ছে তাঁদের। 

বর্তমানে টাকা পরিশোধ দিয়ে নির্বাসন তোলার চেষ্টায় ক্লাব। তবে এককালীন এত টাকা মেটানো কঠিন। ২ জুলাই একটি বড় অঙ্ক দিয়ে ফেডারেশনের রেজিস্ট্রেশন ব্যান তোলার চেষ্টা করে মহমেডান স্পোর্টিং। কিন্তু সেটা মিটিয়ে দেওয়ার পরের দিনই ফিফা থেকে প্লেয়ার রেজিস্ট্রেশনে ফের নিষেধাজ্ঞা জারি হয়। যার ফলে বিপদে পড়ে গিয়েছে ক্লাব। তাই ভূমিপুত্র খেলানোর ক্ষেত্রে ছাড়ের অনুরোধ জানাল মহমেডান‌। জানানো হয়েছে, তাঁরা সমর্থক ভিত্তিক ক্লাব। কিন্তু বর্তমান পরিস্থিতি অনুযায়ী, সেরাটা দেওয়া সম্ভব হচ্ছে না। যদি একান্ত‌ই ছাড় দেওয়া সম্ভব না হয়, তাহলে রেজিস্ট্রেশন ব্যান না ওঠা পর্যন্ত তাঁদের ম্যাচ স্থগিত রাখার আবেদন জানানো হয়। কারণ তার আগে কোনও নতুন প্লেয়ার সই করাতে পারবে না ক্লাব। যারা রয়েছে তাঁদেরই খেলাতে হবে। কর্তাদের আশা, আইএফএ তাঁদের অনুরোধ রাখবে। এই বিষয়ে রাজ্যের ফুটবল নিয়ামক সংস্থার পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি। তবে বর্তমান পরিস্থিতি অনুযায়ী, ছ'জন ভূমিপুত্র খেলানো সম্ভব নয় মহমেডানের।