আজকাল ওয়েবডেস্ক: এই কারণেই তারা অস্ট্রেলিয়াআগে থেকে পরিকল্পনা করে রাখেআগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপএখন থেকেই পরিকল্পনা স্থির হয়ে গিয়েছে তাদেরকারা ওপেন করবেন, তা এখনই ঠিক করা হয়ে গিয়েছেওপেনিং জুটিতে কোনও রকম পরিবর্তন করা হবে নাএকপ্রকার জানিয়েই দিয়েছে ব্যাগি গ্রিনরা

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলের অধিনায়ক মিচেল মার্শঅধিনায়ক স্বয়ং জানিয়েছেন, আগামী বিশ্বকাপ পর্যন্ত ওপেনার হিসাবে ট্র্যাভিস হেডের জায়গা নিশ্চিত। তাঁর সঙ্গে ওপেন করবেন মার্শ নিজে। এই জুটির পিছনে রয়েছে তাঁদের বোঝাপড়া, তাঁদের তালমিল। সেই কারণেই যে দুই তারকা শুরুতে ওপেন করবেন, তা জানিয়েছেন অধিনায়ক

আরও পড়ুন:  রহস্যের জাল সরিয়ে প্রকাশ্যে এলেন সিরাজের গার্লফ্রেন্ড, এই অভিনেত্রীর সঙ্গে ডেটিং করেন ভারতের তারকা পেসার?

মার্শ বলেছেন, ''আমি আর হেড ইনিংস শুরু করব। আমরা দু’জনে একসঙ্গে প্রচুর ক্রিকেট খেলেছি। আমাদের সম্পর্কও দারুণ। তাই আমরাই শুরু করব।’' হেড ভয়ঙ্কর ব্যাটসম্যান। ২০২৩ বিশ্বকাপ ফাইনালে একাই ভারতের মুখে গ্রাস কেড়ে নিয়েছিলেন। সেই তিনি বাঁ হাতি ব্যাটার। আবার মার্শ ডান হাতি। ফলে বাঁ হাতি-ডান হাতি কম্বিনেশন বজায় থাকবে। আর এই কম্বিনেশন থাকলে প্রতিপক্ষ বোলারেরও সমস্যা।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই দু'জন আগে কখনও একসঙ্গে ওপেন করেননিওয়ানডে-তে অবশ্য পার্টনারশিপ গড়ার অভিজ্ঞতা রয়েছে দু'জনের। সেটাই এবার টি-টোয়েন্টি ফরম্যাটে কাজে লাগাতে চাইছেন।

টি-টোয়েন্টি ফরম্যাটে অবশ্য নতুন বল বা পুরনো বলের ব্যাপার নেই। মার্শ নিজে তিন নম্বরে ব্যাট করেছেন। দুই ওপেনারের মধ্যে একজন দ্রুত আউট হয়ে গেলে তিন নম্বর ব্যাটসম্যানকেই সামলাতে হয় পরিস্থিতি। তিন নম্বর ব্যাটারই কার্যত হয়ে যান ওপেনার

ঘটনা হল ডেভিড ওয়ার্নার অবসর গ্রহণের পরে অজিদের ওপেনিং জুটি নিয়ে একটা সমস্যা দেখা দেয়। ওয়ার্নার যেহেতু নেই, তাই মার্শ নিজে ওপেন করবেন বলে স্থির করেছেন।

তিন নম্বরে নামতে পারেন জ্যাক ফ্রেজার ম্যাগার্ক। ‌ভাবনায় আছেন টিম ডেভিডও। ডেভিড কীরকম বিধ্বংসী হতে পারেন, তা তো সবাই জানেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অল্পের জন্য রোহিত শর্মার রেকর্ড অক্ষত থেকে গিয়েছিল। চলতে শুরু করলে তাঁকে রোখে কার সাধ্যি! মোটের উপরে এই অস্ট্রেলিয়া দল কিন্তু টি-টোয়েন্টি ফরম্যাটের জন্য দারুণ শক্তিশালী।

ডেভিডকে উপরের দিকে তুলে আনলে লাভবান হবে অস্ট্রেলিয়াই। কারণ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই ডেভিড ম্যাচের ভোল বদলে দিয়েছিলেন। সেই কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপে ডেভিডকে ব্যাটিং অর্ডারে উপরের দিকে তুলে আনার ভাবনা রয়েছে মার্শের

টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখেই ব্যাটিং অর্ডার সাজাচ্ছে অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন সিরিজ় থেকেই চালু হবে নতুন এই ব্যাটিং অর্ডার। এখন থেকেই বিশ্বকাপের জন্য তৈরি হবে অজিরা। মাঝের এই সময়টা ড্রেস রিহার্সাল।

 

আরও পড়ুন: সুযোগ পেয়েও কাজ লাগাতে পারেননি ভারতের তারকা ক্রিকেটার, দশে চার দিলেন পাঠান, সমালোচনায় রক্তাক্ত করলেন তাঁকে