আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তানের টি-টোয়েন্টি দলে ব্রাত্য বাবর আজম। এ বছর পাকিস্তানের খেলা দু'টি টি-টোয়েন্টি সিরিজের কোনওটিতে দলে সুযোগ পাননি তিনি। আসন্ন বাংলাদেশ সফরের টি-টোয়েন্টি সিরিজেও তাঁকে রাখা হয়নি

এই অবস্থায় বাবরকে নিয়ে একটি গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। টি-টোয়েন্টি দলে জায়গা পেতে হলে বাবরকে নতুন কোনও দক্ষতার পরিচয় দিতে হবে। সেটা উইকেটকিপিংও হতে পারে।

বাবর তো কখনও উইকেট কিপিং করেননি। তাঁকে এমন প্রস্তাব দিয়েছিলেন দলের প্রধান কোচ মাইক হেসন। এই গুঞ্জনের কথায় অবশ্য সরাসরি না বলে দেন হেসনটি-টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তানের সর্বোচ্চ রান বাবরের। প্রায় ৪০ গড়ে রান করেছেন ৪২২৩। ৩৬টি অর্ধ শতরানের সঙ্গে রয়েছে ৩টি সেঞ্চুরিও। তবে স্ট্রাইক রেট নিয়ে দীর্ঘদিন সমালোচনার মুখে ছিলেন তিনি। 

                           আরও পড়ুন: দুই ওভারে দুই হ্যাটট্রিক, ৫ জন বোল্ড, বিরল কীর্তি বাঙালি স্পিনারের

লের জন্য নয়, বাবর নিজের জন্য খেলেন, এমন প্রশ্নের মুখে পড়ে একবার তো দল থেকে বাদই পড়েনটি-টোয়েন্টি ক্রিকেটে স্ট্রাইক রেট যে গুরুত্বপূর্ণ, সেটা নিয়ে কারও মনে কোনও সন্দেহই নেই। তবে এর সঙ্গে রান করার ধারাবাহিকতাও দরকার। মাইক হেসন নিজে বলেছেন, টি-টোয়েন্টির ক্রমতালিকায় আমাদেরপ পিছিয়ে থাকার বড় কারণ, আমাদের ব্যাটসম্যানদের স্ট্রাইক রেট যথেষ্ট নয়। বাংলাদেশ সফরের স্কোয়াডে রাখা না হলেও করাচিতে দলের সঙ্গে সপ্তাহব্যাপী ক্যাম্পে অংশ নিচ্ছেন বাবর। টি-টোয়েন্টি দলে ফেরার জন্য লড়ছেন তিনি। 

GettyImages-1748722547

মাইক হেসন অবশ্য প্রাক্তন পাক অধিনায়ক বাবর আজম প্রসঙ্গে বলেন, ''প্রথমত, বাবর আজমকে আমরা কোনওভাবেই উইকেটকিপিং অপশন হিসেবে দেখছি না। কোথা থেকে এই খবর আবির্ভূত হল জানি না। এমন গুজব আমিও শুনেছি। বাবর এখন ওপেনিং পজিশনের জন্য লড়াই করছে। তবে এই মুহূর্তে সেই দুটি জায়গায় ফকর জামানসাইম আইয়ুবের দখলে।''

বাবরের স্ট্রাইক রেট নিয়ে হেসন বলেন, ''টি-টোয়েন্টি ক্রিকেটে স্ট্রাইক রেট যে গুরুত্বপূর্ণ, সেটা নিয়ে সন্দেহই নেই। তবে এর সঙ্গে রান করার ধারাবাহিকতাও দরকার। টি-টোয়েন্টির ক্রমতালিকায় আমাদের পিছিয়ে পড়ার আসল কারণ হল ব্যাটসম্যানদের ধারাবাহিকতা না দেখানো। গত এক মাসে বাবরের মধ্যে ইতিবাচক পরিবর্তন দেখেছি। শুধু স্ট্রাইক রেট ১২৫ থেকে ১৫০ করাই নয়, দলকে অতিরিক্ত ৩০ থেকে ৪০ রান এনে দেওয়া যায় কীভাবে, সেটাই মূল লক্ষ্য।''

নিউজিল্যান্ড সফরের দলে ছিলেন শাহিন আফ্রিদি। চার ম্যাচে মাত্র দুটো উইকেট পান। শেষ ম্যাচে সুযোগ পাননি। অধিনায়ক এবং টিম ম্যানেজমেন্টের সঙ্গে ঝামেলায় জড়ান। এটাই তাঁর বিপক্ষে গিয়েছেআফ্রিদিকে দলে চাননি অধিনায়ক সলমন আঘা। একটি রিপোর্ট অনুযায়ী, লাহোরে প্রস্তুতি চলাকালীন বাবর, রিজওয়ান এবং শাহিনের সঙ্গে দেখা করেন হেসন। 

আফ্রিদি প্রসঙ্গে হেসন বলেন, ‘শাহিন একজন বিশ্বমানের খেলোয়াড়। সেও সুযোগ পাবে। তবে আমরা দেখতে চাই, ওর খেলায় কতটা উন্নতি হয়েছে। যেন আমরা বুঝতে পারি, ও টি-টোয়েন্টি দলে ফিরলে ভালো করতে পারে।''

উল্লেখ্য, বাংলাদেশে সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হবে ২০-২৪ জুলাইয়ের মধ্যে। বাংলাদেশ সিরিজের জন্য দল ঘোষণা করা হলেও ওয়েস্ট ইন্ডিজ সিরিজের স্কোয়াড এখনও ঘোষণা করা হয়নি। বাবর, রিজওয়ান, আফ্রিদি ছাড়াও হ্যারিস রউফশাদাব খানকেও রাখা হয়নি স্কোয়াডে। মহম্মদ নওয়াজ, সুফিয়ান মোকিমসলমন মির্জা ডাক পেয়েছেন জাতীয় দলে। 

                                                আরও পড়ুন: ভিভ রিচার্ডসকে ছাপিয়ে গেলেন পন্থ, টেস্ট ক্রিকেটে ছক্কার নজির