আজকাল ওয়েবডেস্ক: দীর্ঘ ২৯ বছর পর আইসিসি টুর্নামেন্টের আসর বসেছে পাকিস্তানে। অবশেষে দীর্ঘদিন কোনও আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন না করার খরা কেটেছে। করাচির ন্যাশনাল স্টেডিয়ামে পাকিস্তান-নিউজিল্যান্ড উদ্বোধনী ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ঢাকে কাঠি পড়েছে। কিন্তু গ্যালারির এ কী হাল! ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফি। কোটি কোটি টাকা খরচ করে করা হয়েছে স্টেডিয়াম। ক্রিকেট ভক্তদের জন্য উন্নতমানের পরিষেবার ব্যবস্থা রাখা হয়েছে। কিন্তু দর্শক কোথায়? উদ্বোধনী ম্যাচ খেলছে পাকিস্তান। তাসত্ত্বেও মাঠে দর্শক নেই। বিষয়টি তুলে ধরেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন। পিসিবিকে খোঁচা মারেন। নিজের এক্স হ্যান্ডেলে ভন লেখেন, 'পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে দেখে ভাল লাগছে। ১৯৯৬ বিশ্বকাপের পর প্রথম মেজর আন্তর্জাতিক টুর্নামেন্ট। তবে স্থানীয়দের কি জানাতে ভুলে গিয়েছে যে ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হচ্ছে? সমর্থকরা কোথায়?'
চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনবার মুখোমুখি হয়েছে পাকিস্তান-নিউজিল্যান্ড। তিনবারই জেতে কিউয়িরা। এদিনও শুরুটা খারাপ করেনি নিউজিল্যান্ড। কিন্তু গ্যালারির এই শোচনীয় হাল অনেকগুলো প্রশ্ন তুলছে। পাকিস্তানের গ্রুপে রয়েছে ভারত, বাংলাদেশ এবং নিউজিল্যান্ড। অর্থাৎ গ্রুপে হোম টিমের এটা দ্বিতীয় কঠিন ম্যাচ। এর আগে বরাবরই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। কিন্তু তাসত্ত্বেও কেন আগ্রহ দেখাল না সমর্থকরা? ২৩ ফেব্রুয়ারি দুবাইয়ের স্টেডিয়াম যে হাউজফুল হবে সেটা বলার অপেক্ষা রাখে না। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে গ্যালারির এই হাল সত্যিই কল্পনা করা যায়নি।
