আজকাল ওয়েবডেস্ক:‌ ক্লাব বিশ্বকাপের ম্যাচে জয় পেল মেসির ইন্টার মায়ামি। পিছিয়ে পড়েও ২–১ জিতল মেসির দল। প্রথম ম্যাচে আল আহলির সঙ্গে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে পোর্তোকে হারালেন মেসিরা। এই ম্যাচে মায়ামির হয়ে ৫০তম গোল করে ফেললেন এলএমটেন। তবে হেরে গিয়েছে মেসির প্রাক্তন ক্লাব পিএসজি।


প্রসঙ্গত, কনকাকাফ অঞ্চলের প্রথম ক্লাব হিসাবে ইউরোপের কোনও ক্লাবের বিরুদ্ধে ক্লাব বিশ্বকাপে জয় পেল মায়ামি। তবে ৮ মিনিটেই পেনাল্টি থেকে গোল করে এগিয়ে যায় পোর্তো। প্রথমার্ধে এক গোলেই এগিয়ে ছিল পর্তুগালের ক্লাবটি। 


তবে দ্বিতীয়ার্ধেই খেলায় ফেরে মায়ামি। ৪৭ মিনিটে তেলেস্কো সেভিয়ার গোলে সমতা ফেরায় মায়ামি। ৫৪ মিনিটে ফ্রিকিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন মেসি। মায়ামির হয়ে ৬১তম ম্যাচে ৫০টি গোল করে ফেললেন তিনি। পেশাদার ফুটবলজীবনে এই নিয়ে সরাসরি ফ্রিকিক থেকে ৬৮তম গোল করলেন মেসি। 
গ্রুপ এ থেকে প্রি–কোয়ার্টার ফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রাখল মায়ামি। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন মেসিরা। শীর্ষে থাকা পালমেরাসেরও ২ ম্যাচে ৪ পয়েন্ট। গোল পার্থক্যে পিছিয়ে রয়েছে মায়ামি। অন্য ম্যাচে পালমেরাস ২–০ ব্যবধানে হারিয়েছে আল আহলিকে। অ্যাটলেটিকো মাদ্রিদ ৩–১ গোলে হারিয়েছে সিয়াটেল সাউন্ডার্সকে। তবে হেরে গিয়েছে পিএসজি। ইতালির বোটাফোগোর কাছে ০–১ ব্যবধানে হারতে হল চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দলকে।