আজকাল ওয়েবডেস্ক: মুম্বইয়ে দুই গোটের সাক্ষাৎ হয়েছে। লিও মেসি আর শচীন তেণ্ডুলকর একই মঞ্চে। এই ছবি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
দিল্লিতেও কি দুই শ্রেষ্ঠ খেলোয়াড়ের দেখা হবে? লিও মেসি ও হালআমলের ক্রিকেট-গ্রেট বিরাট কোহলির?
জল্পনা বেড়ে গিয়েছে বহুগুণে কারণ লন্ডন থেকে দিল্লি ফিরে এসেছেন অনুষ্কা শর্মা ও বিরাট কোহলি।
তাঁরা দেশে ফিরতেই জল্পনা আরও বেড়ে গিয়েছে। ভক্তরা ধরেই নিয়েছেন ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে মেসির সঙ্গে দেখা হবে বিরাট কোহলির। সেই কারণেই তারকা ক্রিকেটার লন্ডন থেকে ফিরে এসেছেন দেশে।
টি-টোয়েন্টি ও টেস্ট ফরম্যাট থেকে অবসর নিয়েছেন বিরাটা কোহলি। ওয়ানডে ফরম্যাটে তিনি এখন দুর্দান্ত ছন্দে রয়েছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে কোহলি দু'টি সেঞ্চুরি করেন। তৃতীয় ম্যাচে অপরাজিত ৬৫ রান করেন তিনি।
সেই কোহলির সঙ্গে সন্ধ্যায় কি মেসি-সাক্ষাৎ হবে? সময় এর উত্তর দেবে। তবে একাধিক স্পোর্টস পার্সোনালিটি যে উপস্থিত থাকবেন তা বলাই বাহুল্য।
এদিকে দিল্লির আকাশ কুয়াশার চাদরে ঢাকা। দৃশ্যমানতা কমে গিয়েছে। লিও মেসির ফ্লাইট নির্দিষ্ট সময়ে রাজধানীতে নামতে পারেনি। ফলে দিনের বাকি অনুষ্ঠানগুলোও বিলম্বিত হতে পারে বলে মনে করা হচ্ছে।
কলকাতা দিয়ে শুরু হয়েছিল মেসির ভারত সফর। আনন্দনগরী চূড়ান্ত ব্যর্থ। দর্শক-অসন্তোষে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় স্টেডিয়ামের। মেসিকে এদেশে আনার আয়োজককে গ্রেপ্তার করা হয়। চোদ্দো দিনের পুলিশ হেফাজতে রাখা হয়েছে তাঁকে।
কলকাতা থেকে হায়দরাবাদ উড়ে যান মেসি। সেই রাজ্যে মেসিকে আনন্দে থাকতে দেখা যায়। তাঁর পায়ে খেলা করে বল। উঠতি ফুটবলারদের পাস দেন মেসি। লুইস সুয়ারেজ ও রড্রিগো দি' পল লম্বা শট মেরে বল গ্যালারিতে পাঠান।
মুম্বই দারুণ সফল। শচীন তেণ্ডুলকরের সঙ্গে মেসি-সাক্ষাৎ শিরোনাম হয়। সুনীল ছেত্রীকে সম্মান প্রদর্শন করেন মেসি।
এবার শেষ ল্যাপে মেসির ঠিকানা দিল্লি। একাধিক অনুষ্ঠান রয়েছে সেখানে। অনুষ্ঠান শেষে ভারত ছাড়বেন মেসি।
