আজকাল ওয়েবডেস্ক: খেলা দেখে চেনাই গেল না ম‍্যাঞ্চেস্টার সিটিকে। যে দল অসংখ‍্য সুযোগ তৈরি করে, যে দলের আক্রমণে রয়েছে বৈচিত্র্য, তারাই আক্রমণ করতে গিয়ে ভুগল। বিপক্ষের গোলে প্রথম শট রাখল ম্যাচের দ্বিতীয়ার্ধে। এরপর ম্যাঞ্চেস্টার সিটি  চেনা ফুটবল তুলে ধরলেও বোর্নমাউথ ম্যাঞ্চেস্টার সিটির বিরুদ্ধে নিজেদের প্রথম জয় ছিনিয়ে নিল।

ম্যাচটা শেষ পর্যন্ত বোর্নমাউথ জিতে নিল ২-১ গোলে। সেমেনিয়ো বোর্নমাউথকে এগিয়ে দিয়েছিলেন। দ্বিতীয়ার্ধে ব‍্যবধান বাড়ান ইভানিলসন। শেষ দিকে ব‍্যবধান কমান সিটির ভার্দিওল।  চাপ বাড়ায় ম্যান সিটি। তাতেও হার এড়াতে পারেনি পেপ গুয়ার্দিওলার দল। ম্যাচ হারের ফলে প্রিমিয়ার লিগে সিটির ৩২ ম্যাচ অপরাজিত থাকার দৌড় থেমে গেল। 

ঘরের মাঠে শুরুটা বেশ ভালই করেছিল বোর্নমাউথ। খেলার ন' মিনিটে   সেমেনিয়ো এগিয়ে দেন। খেলার ৩৮ মিনিটে সুযোগ পান হালান্ড। কিন্তু বিপজ্জনক অই ফুটবলার লক্ষ্যে রাখতে পারেননি শট। 

দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচে সমতা ফেরানোর দারুণ সুযোগ হাতছাড়া করেন ফিল ফোডেন। দ্বিতীয়ার্ধে সিটিকে চেনা ছন্দে দেখা যায়। কিন্তু ৬৪ মিনিটে ব‍্যবধান বাড়িয়ে ফেলে বোর্নমাউথ। ব্রাজিলিয়ান ফুটবলার ইভানিলসন ব্যবধান বাড়ান। ৭৯ মিনিটে হ্যালান্ডের শট ঝাঁপিয়ে বাঁচান বোর্নমাউথ গোলকিপার। মিনিট তিনেক পরে ব্যবধান কমান ভার্দিওল।

৯০ মিনিটে প্রায় সমতা ফিরিয়ে এনেছিলেন  জেরেমি ডোকু। তাঁর শট থামান গোলরক্ষক। অ্যাডেড টাইমে হ্যালান্ডের চেষ্টাও বাঁচান তিনি। প্রথম হারের ফলে দ্বিতীয় স্থানে নেমে গিয়েছে সিটি। ১০ ম‍্যাচে তাদের পয়েন্ট ২৩। ব্রাইটনের বিরুদ্ধে লিভারপুল ম্যাচ জেতায় লিগ টেবলের শীর্ষে পৌঁছে গিয়েছে। তাদের পয়েন্ট ২৫।