আজকাল ওয়েবডেস্ক: ম্যাঞ্চেস্টার সিটির কাছে হেরে গেল রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবুতে এগিয়ে গিয়েও রিয়াল হেরে গেল ২–১ ব্যবধানে। ঘরের মাঠে টানা দুটি হারে চাপ বাড়ল রিয়াল কোচ জাবি আলোন্সোর উপর।
যদিও এমবাপে সহ প্রথম দলের আট ফুটবলারকে খেলায়নি রিয়াল। তবুও ঘরের মাঠে এই হার লজ্জাজনকই। এমবাপে চোটের জন্য খেলতে পারেননি। ফর্মে থাকা সিটির বিরুদ্ধে রিয়ালের কাজটা সহজ ছিল না। যদিও ২৮ মিনিটে রদ্রিগোর গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল। তবে এই লিড বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হয়নি। বিরতির আগেই সিটিকে এগিয়ে দেন নিকো ও’রিলি এবং আর্লিং হালান্ড। দ্বিতীয়ার্ধে অবশ্য আর গোল হয়নি।
এটা ঘটনা জাবি কোচ হয়ে আসার পর রিয়ালের পারফরম্যান্স কিন্তু আশানুরূপ নয়। জল্পনা, ড্রেসিংরুমে ফুটবলাররা নাকি তাঁর কথা শোনেন না। ভিনিসিয়াসের সঙ্গে ‘সম্পর্ক’ নাকি খুব খারাপ। শেষ আট ম্যাচে দুই জয়ের পর রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্টিনো পেরেজও নাকি ‘বিরক্ত’ কোচের উপর।
কার্লো অ্যানচেলোত্তি ব্রাজিলের কোচ হবার পর জাবিকে এনেছিল রিয়াল। এতকিছুর পরেও কোচের পাশে দাঁড়িয়ে রদ্রিগো বলেছেন, ‘দল এবং কোচের কাছে এটা অত্যন্ত কঠিন সময়। রেজাল্ট আসছে না। তবে কোচের পাশেই আছে ফুটবলাররা। মরিয়া চেষ্টা করে যাচ্ছেন। এখন এককাট্টা হয়ে লড়তে হবে আমাদের।’ ইংরেজ ফুটবলার জুড বেলিংহ্যামের কথাতেও একই সুর। আর জাবি বলছেন, ‘এখন ভাবনা পরের ম্যাচ নিয়ে। আগে রিয়াল মাদ্রিদ। তারপর সব। চাকরি থাকল না গেল তা নিয়ে ভেবে কী করব।’
এদিকে, অন্য ম্যাচের মধ্যে আর্সেনাল ৩–০ হারিয়েছে ক্লাব ব্রুজকে। জোড়া গোল নোনি মাদুয়েকের। অপর গোল গ্যাব্রিয়েল মার্তিনেল্লির। চ্যাম্পিয়ন্স লিগে এই মরশুমে এখনও অপরাজিত আর্সেনাল। ৬ ম্যাচই তারা জিতেছে। কোয়ার্টার ফাইনালে যাওয়া প্রায় নিশ্চিত লন্ডনের ক্লাবের।
এদিকে, অ্যাওয়ে ম্যাচে পিএসজি ড্র করেছে অ্যাথলেটিক বিলবাওয়ের বিরুদ্ধে। খেলার ফল গোলশূন্য। তবে ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে গতবারের চ্যাম্পিয়নরা তিন নম্বরেই আছে। বেনফিকা ২–০ ব্যবধানে জিতেছে নাপোলির বিরুদ্ধে। জিতেছে জুভেন্টাসও। নিউক্যাসল ড্র করেছে বেয়ার লেভারকুসেনের সঙ্গে।
এটা ঘটনা, গত মরশুম থেকেই নতুন ফরম্যাটে চলছে চ্যাম্পিয়ন্স লিগ। সেবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল পিএসজি। এবার দেখার কারা শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়।
