আজকাল ওয়েবডেস্ক: গত মরশুমে হতশ্রী পারফরম্যান্স করেছে মুম্বই ইন্ডিয়ান্স। ভাগ্য ফেরাতে এবার মাহেলা জয়বর্ধনেকেই কোচ হিসেবে ফেরাল মুম্বই ইন্ডিয়ান্স। 

মাহেলার কোচিংয়ে তিনবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। শেষবার মুম্বই আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে ২০২০ সালে। তার পরে চার বছর কেটে গেলেও মুম্বই আইপিএল খেতাব ঘরে তুলতে পারেনি তার মধ্যে গতবার সব দিক থেকেই মরশুমটা খারাপ গিয়েছিল মুম্বইয়ের। 

রোহিত শর্মার পরিবর্তে হার্দিক পাণ্ডিয়াকে অধিনায়ক করা হয়েছিল। কিন্তু পাণ্ডিয়া চূড়ান্ত ব্যর্থ হন। তাঁকে প্রবল ট্রোলিংয়ের মুখোমুখি হতে হয়েছিল।গত মরশুমকে পিছনে ফেলে সামনের দিকে এগোতে চাইছে মুম্বই ইন্ডিয়ান্স। সেই কারণেই দ্বীপরাষ্ট্রের প্রাক্তন ক্রিকেটারকে দলের কোচ করল মুম্বই। 

উল্লেখ্য মাহেলা পাঁচ বছর কোচিং করিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সকে। তাঁর কোচিংয়ে তিনবার মুম্বই ইন্ডিয়ান্স চ্যাম্পিয়নও হয়। এবার কি জয়বর্ধনে ভাগ্য ফেরাতে পারবেন মুম্বই ইন্ডিয়ান্সের? উত্তরটা সময়ের গর্ভে। মুম্বই ইন্ডিয়ান্সের তরফে আকাশ আম্বানি বলেছেন, ''মুম্বই ইন্ডিয়ান্সের হেড কোচ হিসাবে মাহেলাকে পেয়ে আমরা খুশি।''  মাহেলাও বলেছেন, ''চ্যালেঞ্জ নেওয়ার জন্য আমি তৈরি।''