আজকাল ওয়েবডেস্ক: হরভজন সিংয়ের রেকর্ড ভেঙে দিলেন বাংলাদেশের মাহেদি হাসান। টি২০ আন্তর্জাতিকে। শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের তৃতীয় টি২০ ম্যাচে ১১ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন এই বাংলাদেশি অফস্পিনার। তাতেই হয়েছে নতুন নজির। ভেঙে গিয়েছে হরভজনের একটি রেকর্ড।
কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে বুধবার মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা ও বাংলাদেশ। এই ম্যাচে বাংলাদেশের সেরা বোলার ছিলেন মাহেদিই। তাঁর দাপটে শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করে ৭ উইকেটে মাত্র ১৩২ রান তোলে। প্রেমদাসা স্টেডিয়ামে সফরকারী দলগুলির বোলারদের মধ্যে এত দিন সেরা পারফরম্যান্স ছিল হরভজনের। ২০১২ সালের টি২০ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে কলম্বোর এই মাঠে ১২ রানে ৪ উইকেট নিয়েছিলেন হরভজন। মাহেদি তাঁর সেই রেকর্ড ভেঙে দিলেন বুধবার। মাহেদি প্রেমদাসা স্টেডিয়ামে বিদেশি বোলারদের মধ্যে টি২০ ক্রিকেটে সেরা পারফরম্যান্স করলেন।
তবে প্রেমদাসা স্টেডিয়ামে ২০ ওভারের ক্রিকেটে সেরা বোলিং পারফরম্যান্স রয়েছে শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গার দখলে। তিনি ২০২১ সালে ভারতের বিরুদ্ধে ৯ রানে ৪ উইকেট নিয়েছিলেন। তাঁর রেকর্ড অবশ্য অক্ষতই থাকল।
আরও পড়ুন: মারাদোনার ১০ নম্বর জার্সি ফেরাচ্ছে নাপোলি? অনুশীলনে এই ফুটবলারকে দেখে উঠল প্রশ্ন
এদিকে, মাহেদি ছাড়াও বাংলাদেশের মুস্তাফিজুর রহমানও ভাল বল করেছেন। ১৭ রানে ১ উইকেট নিয়েছেন এই অভিজ্ঞ জোরে বোলার। ১০ রানে ১ উইকেট নিয়েছেন শামিম হোসেন। তিনি ২ ওভার বল করেছেন। শ্রীলঙ্কার সফলতম ব্যাটার পাথুম নিশঙ্কা করেছেন ৩৯ বলে ৪৬। দাসুন শনাকার ব্যাট থেকে এসেছে ২৫ বলে ৩৫ রানের অপরাজিত ইনিংস।
প্রসঙ্গত, টেস্ট এবং একদিনের সিরিজে হেরে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু ঘুরে দাঁড়াল টি২০ সিরিজে। বুধবার তৃতীয় টি২০ ম্যাচে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে ২–১ ব্যবধানে সিরিজ জিতল লিটন দাসের দল। প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা করে ৭ উইকেটে ১৩২। জবাবে ১৬.৩ ওভারে বাংলাদেশ ২ উইকেটে ১৩৩ তুলে ম্যাচ ও সিরিজ জিতে নেয়।
তৃতীয় টি২০ ম্যাচে বাংলাদেশের জয়ের নায়ক মূলত দু’জন। অফস্পিনার মাহেদি হাসান এবং ওপেনার তানজিদ হাসান। প্রথমে মাহেদি ১১ রানে ৪ উইকেট নিয়ে শ্রীলঙ্কাকে কোণঠাসা করে দেন। পরে তানজিদ ৪৭ বলে ৭৩ রানের অপরাজিত ইনিংস খেলে বাংলাদেশের জয় নিশ্চিত করেন।
টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক চরিথ আশালঙ্কা। কিন্তু কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে ব্যাটিং বিপর্যয় হয় আয়োজকদের। বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে নিয়মিত ব্যবধানে উইকেট হারায় শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটাও ভাল হয়নি। কিন্তু পরিস্থিতি সামলে দেন তানজিদ ও লিটন দাস। চার নম্বরে নেমে ভাল ব্যাট করেন তৌহিদ হৃদয়ও। শ্রীলঙ্কার কোনও বোলারই বিশেষ সুবিধা করতে পারেননি।
এটা ঘটনা বাংলাদেশ ক্রিকেটে ডামাডোল অব্যাহত। তার মধ্যে অশান্ত বাংলাদেশে ভারত দল পাঠাবে না বলে জানিয়ে দিয়েছে। এই পরিস্থিতিতে টি২০ সিরিজ জয় বাংলাদেশ ক্রিকেটকে কিছুটা অক্সিজেন দেবে। যদিও টেস্ট ও ওয়ানডে সিরিজ হেরে গিয়েছিল বাংলাদেশ। টি২০ সিরিজে তারা ঘুরে দাঁড়াল। তাও আবার শ্রীলঙ্কার মাঠে গিয়ে সিরিজ জয়। কম কৃতিত্বের নয়।
