আজকাল ওয়েবডেস্ক: মারাদোনার ১০ নম্বর জার্সি আবার ফিরছে? নাপোলিতে অনুশীলন শুরু করেই নতুন জল্পনার জন্ম দিলেন কেভিন ডি ব্রুয়েন। বেলজিয়ামের ফুটবলারকে একটি বিশেষ জার্সি পরে অনুশীলন করতে দেখা গিয়েছে। যা ফুটবলপ্রেমীদের মনে ফিরিয়ে নিয়ে আসছে প্রায় সাড়ে তিন দশক আগের পুরনো স্মৃতি।
ম্যাঞ্চেস্টার সিটিতে টানা ১০ বছর খেলেছেন কেভিন। ইংল্যান্ডের ক্লাব ছেড়ে এবার তিনি ইতালির ক্লাব নাপোলিতে যোগ দিয়েছেন। বেলজিয়ামের তারকা মিডফিল্ডার নতুন ক্লাবে অনুশীলনও শুরু করে দিয়েছেন। তবে তাঁর অনুশীলন ঘিরে তৈরি হয়েছে নতুন জল্পনা। ডি ব্রুয়েনকে ১০ নম্বর জার্সি পরে অনুশীলন করতে দেখা গিয়েছে। প্রশ্ন উঠছে তবে কি দিয়েগো মারাদোনার ১০ নম্বর জার্সি আবার ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছেন নাপোলি কর্তৃপক্ষ?
প্রসঙ্গত, ১৯৮৪ থেকে ১৯৯১ পর্যন্ত ইতালির ক্লাবটির হয়ে খেলেছিলেন মারাদোনা। ফুটবলজীবনের সেরা সময় নাপোলিতেই কাটিয়েছেন তিনি। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়কের সম্মানে নাপোলি কর্তৃপক্ষ ১০ নম্বর জার্সি কোনও ফুটবলারকে দিতেন না। ২০২০ সালে ১০ নম্বর জার্সিকে অবসরে পাঠিয়ে দেন তাঁরা। তবে কি সেই সিদ্ধান্ত থেকে সরে আসছে সিরি এ লিগের ক্লাবটি? ২৫ বছর পর আবার দেখা যাবে মারাদোনার ব্যবহৃত জার্সি?
আরও পড়ুন: আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে চলেছেন রাসেল, জানালেন দিন
যদিও নাপোলি কর্তৃপক্ষ সরকারি ভাবে এখনও কিছু জানাননি। তবে দলের অনুশীলনে ডি ব্রুয়েনকে দেখে জল্পনা তৈরি হয়েছে ফুটবল মহলে। অনুশীলনে ১০ নম্বর জার্সি পরিহিত ডি ব্রুয়েনের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতেও। মনে করা হচ্ছে, মারাদোনার মৃত্যুর পর আবার তাঁর ব্যবহৃত ১০ নম্বর জার্সি ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে নাপোলি। দু’বছরের চুক্তিতে যোগ দেওয়া বেলজিয়ামের মিডফিল্ডারের গায়েই আবার উঠতে পারে মারাদোনার জার্সি। যদিও চূড়ান্ত এখনও কিছু হয়নি।

প্রসঙ্গত, দেশের হয়ে ১৯৮৬ সালে বিশ্বকাপ জিতেছিলেন মারাদোনা। বলা ভাল, তিনিই সেই বিশ্বকাপ দিয়েছিলেন আর্জেন্টিনাকে। ১৯৯০ সালে দলকে ফাইনালে নিয়ে গিয়েছিলেন। কিন্তু কাপ জিততে পারেননি। জার্মানির কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়। ফাইনাল শেষে মারাদোনাকে কাঁদতে দেখা গিয়েছিল।
আর ক্লাব ফুটবলে নাপোলিতে দীর্ঘসময় কাটিয়েছেন দিয়েগো। ১৯৮৪ থেকে ১৯৯১ পর্যন্ত খেলেছিলেন ১৮৮ ম্যাচ। গোল করেছিলেন ৮১টি। আর দেশের হয়ে ৯১ ম্যাচে তাঁর গোল ৩৪। দু’বছর দেশের কোচিংও করিয়েছেন। তবে কোচ মারাদোনা একেবারে ফ্লপই ছিলেন।
সেই মারাদোনারই রহস্যজনক মৃত্যু হয় ২০২০ সালের ২৫ নভেম্বর। জানা যায়, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান মারাদোনা। মৃত্যুর পরই পূর্ণ তদন্তের দাবি জানান তাঁর আইনজীবী। অভিযোগ করেন, চিকিৎসা ব্যবস্থায় অবহেলা করা হয়েছে। ঠিকঠাক চিকিৎসা পেলে হয়তো মৃত্যু এড়ানো যেত। মোট ২০ জন চিকিৎসক ছিলেন তাঁর দেখভালের জন্য। ২০২২ সালের মার্চে তদন্ত শুরুও হয়। তার পর আটজনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেওয়া হয়। অভিযোগের কাঠগড়ায় যাঁদের তোলা হয়েছে, তাঁদের মধ্যে পারিবারিক চিকিৎসক ও নিউরোসার্জেন লিওপোল্ডো লুক ও মনোবিদ অগাস্তিনা কোসাচোভ ছাড়াও আছে ছয়জন। যদি এই আটজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয় তাহলে আট থেকে সর্বোচ্চ ২৫ বছরের জেল হতে পারে।
