আজকাল ওয়েবডেস্ক:‌ সোমবার কলকাতায় সাংবাদিক সম্মেলন করবে লখনউ সুপার জায়ান্টস। থাকবেন মালিক সঞ্জীব গোয়েঙ্কা। ঘোষণা করা হতে পারে নতুন অধিনায়কের নাম। এছাড়া ২০২৫ আইপিএলের জন্য লখনউয়ের জার্সি উদ্বোধনও হতে পারে। উপস্থিত থাকতে পারেন বেশ কিছু ক্রিকেটার।


আরপিএসজি’‌র সদর দপ্তর কলকাতায় সোমবারের সাংবাদিক সম্মেলন নিয়ে আগ্রহ তুঙ্গে। প্রসঙ্গত, ২০২২ ও ২০২৩ আইপিএলে প্লে–অফে উঠেছিল লখনউ। কিন্তু ২০২৪ সালে প্লে–অফে যেতে পারেনি লখনউ। শেষ করেছিল সাত নম্বরে।


আইপিএল মেগা নিলামে লখনউ কিনে নিয়েছে ঋষভ পন্থকে। লোকেশ রাহুলকে আর দলে রাখা হয়নি। সূত্রের খবর, ঋষভ পন্থই হতে চলেছেন লখনউয়ের আগামী অধিনায়ক। ২০২২ থেকে লখনউয়ের অধিনায়ক ছিলেন রাহুল। এবার রাহুল খেলবেন দিল্লির হয়ে।


এদিকে ২০২১ থেকে ২০২৪ অবধি দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ছিলেন পন্থ। তবে দুর্ঘটনার জন্য ২০২৩ আইপিএল তিনি খেলতে পারেননি। আর ২০২৫ নিলামের আগে দিল্লি আর রাখেনি পন্থকে। 


পন্থ ছাড়াও লখনউয়ের অধিনায়কের দাবিদার নিকোলাস পুরান। ক্যারিবিয়ান ক্রিকেটারকে ২১ কোটি টাকায় রিটেন করেছিল লখনউ। এছাড়াও অধিনায়কের দাবিদার দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম ও অস্ট্রেলিয়ার মিচেল মার্শ। তবে এগিয়ে পন্থই।