আজকাল ওয়েবডেস্ক: বিবাহবিচ্ছেদের ঘোষণা করলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটার এবং বর্তমান কোচ জেপি ডুমিনি ও তার স্ত্রী সু ডুমিনি। ২০২৪ সালের শেষ দিক থেকেই তাদের বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছিল। সেই জল্পনা যে সত্যি হল তা আনুষ্ঠানিক ভাবে জানালেন ডুমিনি দম্পতি। দীর্ঘ ১২ বছরের দাম্পত্য জীবনের পর, জেপি ও সু ডুমিনি আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সোমবার, নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি পোস্টের মাধ্যমে ডুমিনি এই ঘোষণা করেছেন।

 

অনেকদিন ধরেই একসঙ্গে ডুমিনি দম্পতির কোনও ছবি দেখা যাচ্ছিল না। ভক্তদের মধ্যে গুঞ্জন চলছিল তাদের মধ্যে সবকিছু ঠিকঠাক রয়েছে কিনা। ২০১১ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন জেপি ও সু। তাদের দুই কন্যাসন্তান রয়েছে। ২০২৪ সালের এপ্রিলে ডুমিনির ৪০তম জন্মদিনে শেষবারের মতো একসঙ্গে দেখা গিয়েছিল দু’জনকে। একসঙ্গে নাচতে দেখে তাদের সম্পর্ক স্বাভাবিক বলেই মনে করা হয়েছিল। ইনস্টাগ্রাম পোস্টে ডুমিনি লিখেছেন, ‘অনেক চিন্তা-ভাবনার পর, আমরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের দাম্পত্য জীবনে অসংখ্য স্মরণীয় মুহূর্ত ছিল এবং আমরা আমাদের দুই সুন্দরী কন্যার জন্য কৃতজ্ঞ।

 

যদিও আমাদের পথ আলাদা, তবে আমরা বন্ধু হিসেবে থাকব এবং আমাদের বিচ্ছেদ বন্ধুত্বপূর্ণভাবেই হয়েছে’। উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা ব্যাটার জেপি ডুমিনি। ব্যাটিং এবং দুর্দান্ত ফিল্ডিংয়ের জন্য তিনি দীর্ঘদিন প্রোটিয়া দলের অপরিহার্য অংশ ছিলেন। শুধু ব্যাট হাতে নয়, বল হাতেও তিনি দলের জন্য অবদান রেখেছেন। এমনকি, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও জেপি ডুমিনি বিভিন্ন দলের হয়ে খেলেছেন, যার মধ্যে রয়েছে ডেকান চার্জার্স, দিল্লি ডেয়ারডেভিলস, মুম্বাই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএলে মোট ৮৩টি ম্যাচ খেলে ২০২৯ রান করেছেন তিনি। যেখানে তাঁর গড় ৩৯.৭৮ এবং স্ট্রাইক রেট ১২৪.০২। এছাড়াও তিনি ২৩টি উইকেট নিয়েছেন।