আজকাল ওয়েবডেস্ক:‌ দুর্ধর্ষ ছন্দে। প্রতিপক্ষকে একাই শেষ করে দিলেন কিলিয়ান এমবাপে। চ্যাম্পিয়ন্স লিগে অলিম্পিয়াকোসের বিরুদ্ধে একাই চার গোল করলেন এমবাপে। 


সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিকের নজিরও গড়লেন এমবাপে। ফরাসি ফুটবলারের দাপটে অলিম্পিয়াকোসকে ৪–৩ হারিয়ে দিল রিয়াল মাদ্রিদ। অন্য ম্যাচে, ভিটিনহার হ্যাটট্রিকে টটেনহ্যামকে ৫–৩ গোলে হারিয়েছে গতবারের চ্যাম্পিয়ন পিএসজি। তবে হেরে সমস্যায় পড়ে গেল লিভারপুল।


ম্যাচে সাত মিনিটেরও কম সময়ে হ্যাটট্রিক করেন এমবাপে। চিকিনহোর গোলে এগিয়ে গিয়েছিল অলিম্পিয়াকোস। এমবাপে তিনটি গোল করেন ২২, ২৪ এবং ২৯ মিনিটে। দ্বিতীয়ার্ধে অলিম্পিয়াকোসের মেহদি তারেমি একটি গোল শোধ করার পর এমবাপে চতুর্থ গোল করেন ৬০ মিনিটে। পরে আয়ুব এল কাবি আর একটি গোল শোধ করেন। তবে সমতা ফেরাতে পারেনি গ্রিসের ক্লাব।


চ্যাম্পিয়ন্স লিগে এই নিয়ে পাঁচটি হ্যাটট্রিক হল এমবাপের। চলতি মরসুমে দ্বিতীয় বার। সবচেয়ে বেশি আটটি করে হ্যাটট্রিক রয়েছে লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। রবার্ট লেভানডস্কির আছে ছ’টি।
চ্যাম্পিয়ন্স লিগে দ্রুততম হ্যাটট্রিকের নজির রয়েছে মহম্মদ সালাহের। লিভারপুলের হয়ে ৬ মিনিট ১২ সেকেন্ডের মধ্যে হ্যাটট্রিক করেছিলেন তিনি।


এদিকে, পিছিয়ে পড়েও জিতেছে গতবারের চ্যাম্পিয়ন পিএসজি। হ্যাটট্রিক করেছেন ভিটিনহা। প্রথম গোলটি ডান পায়ে, পরেরটি বাঁ পায়ে এবং তৃতীয়টি করেছেন পেনাল্টি থেকে। বাকি দুই গোল ফ্যাবিয়ান রুইজ এবং উইলিয়ান পাচোর। ৩৫ মিনিটে রিচার্লিসন এগিয়ে দিয়েছিলেন টটেনহ্যামকে। ভিটিনহা প্রথমার্ধে সমতা ফেরান। দ্বিতীয়ার্ধে আবার এগিয়ে যায় টটেনহ্যাম। আবার সমতা ফেরান ভিটিনহা। এরপর রুইজ পিএসজি–কে এগিয়ে দিলেও সমতা ফেরায় টটেনহ্যাম। ভিটিনহার তৃতীয় এবং পাচোর গোলে জেতে পিএসজি।
এদিকে প্রিমিয়ার লিগের পর চ্যাম্পিয়ন্স লিগেও হার অব্যাহত লিভারপুলের। ঘরের মাঠে পিএসভি আইন্দহোভেনের কাছে ১–৪ গোলে হেরেছে লিভারপুল। শেষ ১২টি ম্যাচের ৯টিতেই হেরেছে তারা। শেষ বার এমন হয়েছিল ১৯৫৩–৫৪ মরশুমে।