আজকাল ওয়েবডেস্ক: আগামী মরশুমেই মোহনবাগান মাঠে ফিরতে পারে কলকাতা লিগ। শনিবার মোহনবাগানের বার্ষিক সাধারণ সভা ছিল। সেখানেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়। সবকিছু ঠিকঠাক থাকলে, পরের মরশুমেই কলকাতা লিগ ফিরবে ময়দানে। এদিন এজিএমে এই প্রসঙ্গ তোলেন বেশ কিছু সদস্য। এদিন ঘটনাচক্রে মোহনবাগান ক্লাবে উপস্থিত ছিলেন আইএফএর সভাপতি অজিত ব্যানার্জি। বিষয়টি নিয়ে তাঁর দ্বারস্থ হন দেবাশিস দত্ত এবং সৃঞ্জয় বসু। অজিত ব্যানার্জি জানিয়ে দেন, মাঠ ঠিক থাকলে তিন প্রধানের ক্লাবের মাঠে খেলা হতে কোনও সমস্যা নেই। তাতে রাজি হয়ে যায় মোহনবাগান কর্তারা। অর্থাৎ, ধরে নেওয়া যায়, পরের মরশুমে মোহনবাগান কলকাতা লিগের ম্যাচ নিজেদের মাঠে খেলবে। এএফসি কাপের ম্যাচ খেলতে ইরানে না যাওয়া নিয়ে প্রশ্ন ওঠে। এদিন বার্ষিক সাধারণ সভায় আগে বিশাল বড় ব্যানার নিয়ে ক্লাবতাঁবুর বাইরে জমায়েত হয় একদল সমর্থক। যদিও এই বিষয়টিকে বড় করে দেখতে চান না মোহনবাগান সভাপতি। দেবাশিস দত্ত বলেন, 'আমরা সদস্যদের কথা বলতে দিই। আমরা কাউকে থামিয়ে দিই না। সদস্য, সমর্থকদের ক্ষোভ, দুঃখ থাকতেই পারে। ইরানে না যাওয়া নিয়ে ওরা ক্ষুব্ধ। কিছু প্রশ্ন উঠেছে। সবকিছুই ক্লাবের জন্য ভাল।' 

শনিবার মোহনবাগান ক্লাবের এজিএম অনেক নির্বিঘ্নে হয়। প্রচুর সমর্থক হাজির ছিল। প্রায় পাঁচশোর বেশি সদস্য, সমর্থক ক্লাবতাঁবুতে হাজির ছিলেন। এদিন সাব জুনিয়র জাতীয় ফুটবলে চ্যাম্পিয়ন হওয়া বাংলা দলকে সংবর্ধনা দেওয়া হয়। প্রবীণ সদস্যদের জন্য নতুন নিয়ম চালু করতে চলেছে কমিটি। কেউ ৫০ বছরের বেশি সময় ধরে সদস্য থাকলে, তাঁকে আর সদস্যপদ নবিকরণ করতে হবে না। ক্লাবের পক্ষ থেকে তাঁকে আজীবন সদস্যপদ দেওয়া হবে। এছাড়াও একটি নতুন পদ্ধতি চালু করা হল এদিনের মিটিংয়ে। কোনও সদস্যের মৃত্যু হলে, তাঁর পরিবারের অন্য কেউ চাইলে সদস্যপদ নিতে পারবে। এতদিন পর্যন্ত এই নিয়ম চালু ছিল না।