আজকাল ওয়েবডেস্ক: আইপিএলের মেগা নিলামের আগে কেএল রাহুলকে ছেড়ে দিতে পারে লখনউ সুপার জায়ান্টস। আইপিএলের গভর্নিং কাউন্সিল রিটেনশন‌ এবং রাইট টু ম্যাচ কার্ডের নিয়মকানুন জানানোর পর, এই নিয়মের সঠিক ব্যবহার করতে চাইছে ফ্র্যাঞ্চাইজিরা। এলএসজিতে রাহুলের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নচিহ্ন ছিল‌ই। মাস দেড়েক আগে ফ্র্যাঞ্চাইজির কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে বৈঠক করতে কলকাতায় আসেন রাহুল। তারপরই জানা গিয়েছিল, পরের আইপিএলে অধিনায়ক হিসেবে দেখা যাবে না তাঁকে। তবে দলের মূল্যবান ক্রিকেটার হিসেবে রিটেন করা হবে। সম্প্রতি জানা গিয়েছে, রিটেনশন ডেডলাইনের আগে কর্তাদের বিশ্বাস আদায় করতে ব্যর্থ তারকা ক্রিকেটার। একটি সর্বভারতীয় সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী, এলএসজির মেন্টর জাহির খান এবং কোচ জাস্টিন ল্যাঙ্গার গত আইপিএলে দলের হারে রাহুলের ভূমিকা নিয়ে কাটাছেঁড়া করে। তাঁরা আবিষ্কার করেছে, রাহুল একাধিক বল খেলায় দলের জয়ের সম্ভাবনা কমেছে। 

ফ্র্যাঞ্চাইজির একটি সুত্র জানায়, 'এলএসজি ম্যানেজমেন্ট, মেন্টর জাহির খান এবং কোচ জাস্টিন ল্যাঙ্গার ওর গত আইপিএলের পরিসংখ্যান খতিয়ে দেখেছে। দেখা গিয়েছে, যেসব ম্যাচে রাহুল বেশিক্ষণ ক্রিজে ছিল, এবং রান পেয়েছে, বেশিরভাগ ম্যাচে হেরেছে দল। সেটা থেকেই স্পষ্ট যে ওর স্ট্রাইক রেট খেলার মোমেন্টামের সঙ্গে মানানসই না। ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম অন্তর্ভুক্ত হওয়ার পর, প্রত্যেক দলের রান বাড়ছে। টপ অর্ডারে এমন কাউকে রাখা যাবে না যে এতগুলো বল নষ্ট করবে।' প্রসঙ্গত, গত আইপিএলে সেরা ছন্দে ছিলেন না রাহুল। টি-২০ বিশ্বকাপের দল থেকেও বাদ পড়েন। এই ফ্যাক্টরগুলো রাহুলের বিরুদ্ধ যাচ্ছে। রিপোর্টে আরও জানানো হয়েছে, মায়াঙ্ক যাদবকে রিটেন করা হবে। ফ্র্যাঞ্চাইজির প্রথম তিন রিটেনশনের মধ্যে থাকবেন এক্সপ্রেস পেসার। এলএসজির সূত্র জানান, 'মায়াঙ্ক এলএসজির আবিষ্কার। যখন কেউ ওকে চিনত না, ফ্র্যাঞ্চাইজি ওর পেছনে সময় দিয়েছে। ও দেখিয়ে দিয়েছে ম্যাচে কতটা পার্থক্য গড়ে দিতে পারে।' আয়ুশ বাদোনি এবং মহসিন খানকেও রেখে দেওয়া হবে। ঋষভ পন্থে আগ্রহ রয়েছে ফ্র্যাঞ্চাইজির। দিল্লি ক্যাপিটলস তাঁকে ছেড়ে দিলে ভারতের তারকা উইকেটকিপার ব্যাটারের দিকে হাত বাড়াবে এলএসজি।